রংপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন উন্নয়নে প্রশিক্ষণ
প্রাণিসম্পদ
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস) বাস্তবায়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রংপুর বুড়িরহাট হর্টিকালচার সেন্টারে উদ্বোধন করা হয়।
রোববার দুপুরে প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম।
প্রাণি সম্পদ দপ্তর রংপুর বিভাগীয় পরিচালক ড. মোহাঃ ইসমাইল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শরিফুল হক, উপপরিচালক মোজাম্মেল হক, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সেরাজুল হক, গঙ্গাচড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল আজিজ। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিরিক্ত সচিব গঙ্গাচড়া ইউনিয়নের নিলকচন্ডী গ্রামে বেঙ্গল জাতের ছাগলের প্রদর্শনী পরিদর্শন করেন।
এছাড়া অতিরিক্ত সচিব গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তালুকহাবু কুটিপাড়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে সিজিএফ ও বাক কীপার খামারীদের মাঝে টিকাদান, কৃমিনাশক ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।