রাসেল ভাইপারের কামড়ে পদ্মার চরে জেলের মৃত্যু
পাঁচমিশালি
রাজশাহীর বাঘায় পদ্মার চরে রাসেল ভাইপারের কামড়ে সুবহান উদ্দিন শেখ (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সুবহান উদ্দিন শেখ পদ্মার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের তৌলিফ উদ্দিন শেখের ছেলে।
রোববার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সূত্র জানায়, সুবহান শেখ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালিদাসখালী পাকা রাস্তার পাশে পদ্মা নদীতে ছ্যাকনা জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বিষধর রাসেল ভাইপার তাকে কামড় দেয়। ঘটনার পর তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনা নিশ্চিত করে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, সাপ কামড় দেওয়ার পর সুবহান চিৎকার করছিল। এ সময় এলাকার লোকজন এগিয়ে এসে তার পাশে থাকা সাপটিকে ধরে মেডিকেলে নিয়ে যায়। সাপটি দেখে চিকিৎসকরা চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেননি।
বিষাক্ত রাসেল ভাইপার এ বছর বন্যার পানিতে ভেসে এসে পদ্মার বিভিন্ন চরে আশ্রয় নিয়েছে। বর্তমানে চরের মানুষ আতঙ্কে রয়েছে।