শিকারির ফাঁদ থেকে উদ্ধার দুই শতাধিক বক অবমুক্ত
প্রাণ ও প্রকৃতি
নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশকর্মীরা উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ প্রায় ১২টি বিলে ওই অভিযান পরিচালনা করে।
এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ( কিল্লা ঘর) ধ্বংস করা হয় এবং ২৭টি শিকারি বক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। তাছাড়াও শিকার করা প্রায় দুই শতাধিক বুনো বক উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।