লক্ষ্মীপুরের রামগতিতে ২০ মণ জাটকা ইলিশ জব্দ
মৎস্য
লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে প্রায় ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় সাত মাছ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে কোস্টগার্ড আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকা থেকে জাটকা জব্দ ও ব্যবসায়ীদের আটক করে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।