কক্সবাজার সমুদ্রসৈকতে দেখা মিললো ডলফিনের
প্রাণ ও প্রকৃতি
কক্সবাজার সৈকতের কাছাকাছি সাগরে ডলফিনের আনাগোনা দেখা যাচ্ছে। ভোরের প্রথম সূর্যের আলোয় এই প্রাণীরা দাপাদাপি করে সৈকতের লাবণী থেকে কলাতলী পয়েন্টের সীমানায়।
ভোরের কুয়াশা ছেদ করে সূর্য ওঠার সময়টাতেই কক্সবাজারের সৈকতের লাবণী থেকে কলাতলী পয়েন্টের সমুদ্রের একটু দূরে দেখা মিলছে ডলফিনের। কখনো দুই বা একটা করে, আবার দল বেঁধে কখনো কখনো, সাগর জলে সাঁতার-ডোবা খেলায় মাতে ডলফিন।
গত শুক্রবার নিঝুম সকালে ডলফিনের ছোটাছুটির দৃশ্য ধারণ করেন সৈকতের জেটস্কি চালক সোনা মিয়া। ১৩ মিনিট ধরে ডলফিনের সঙ্গে খেলায় মেতেছিলেন তিনি। সাগরের লাইফগার্ড কর্মীরা বলছেন, শীত মৌসুমে মাছ চলে আসে সাগরের কিনারায়। তাই ডলফিনও মাছ শিকারে সমুদ্র পাড়ের কাছাকাছি আসে।
তবে তারা আরও বলছেন, ডলফিনের এই দৃশ্যের প্রতিদিন দেখা মেলে না। সৈকতের কাছেই আরও একবার দেখা মিলেছিল সেই করোনার শুরুর দিকে। স্তন্যপায়ী এই প্রাণীটি বহু জাতের হয়। তবে সমুদ্র উপকূলে যা দেখা যায়, তা মূলত শুশুক জাতের ডলফিন।