সখীপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি বিভাগ
টাঙ্গাইলের সখীপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ান্তা বর্মণ, জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. সবুজ মিয়া, পরিদর্শক রমেশচন্দ্র সূত্রধর, জহির রায়হান প্রমুখ।
এ সময় প্রত্যেক কৃষককে একটি পাটের ব্যাগ ও পাঁচশত টাকা দেওয়া হয়।