নাসিরনগরে সাপের আতঙ্ক থেকে মুক্ত কৃষকরা
প্রাণ ও প্রকৃতি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগের গত ৪ দিনে অভিযান চালিয়ে ২৬টি পদ্ম-গোখরা সাপের ডিমের খোসা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা সদরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। তবে এখন কিছুটা আতঙ্ক মুক্ত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ আতঙ্কে প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হালিমা খাতুন বলেন, সাপ আতঙ্কের খবর পেয়ে আমরা উইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ৪ দিন অভিযান চালিয়ে দত্ত বাড়ির ইটের স্তূপ থেকে ২৬টির পদ্ম গোখরা সাপের ডিমের খোসা উদ্ধার করে। তবে এখন সাধারণ মানুষ অনেকটা আতংক মুক্ত। এখন চলাফেরা করতে কোনো সমস্যা হচ্ছে না।
এ সংবাদ সম্মেলনে সদর উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।