খাগড়াছড়িতে রাবার চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
কৃষি বিভাগ
তিন পার্বত্য জেলার রাবার প্রকল্পে সুবিধাভোগী চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-পরিকল্পনা (উপ-সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশরী মুজিবুল আলম, রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতিষ বসু ত্রিপুরাসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
পরে চাষিদের মধ্যে রাবার চাষের জন্য সিলভামিক্স-৪০ নামক ট্যাবলেট সার বিতরণ করা হয়। তিন পার্বত্য জেলায় ১হাজার ৬শ জন কৃষকের মধ্যে ৬হাজার পিস করে মোট ১০ লাখ সিলভামিক্স-৪০ ট্যাবলেট বিতরণ করা হবে বলেও জানানো হয়।
৮০ দশকের পর থেকে পাহাড়ে রাবার চাষ শুরু হয়। বর্তমানে তিন পার্বত্য জেলায় মোট ১৩ হাজার ২শ একর জায়গা জুড়ে রাবার চাষ করা হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়িতে ১০ হাজার একর, রাঙ্গামাটিতে এক হাজার ২শ একর এবং বান্দরবানে দুই হাজার একর জায়গায় মোট তিন হাজার ৩শ পরিবার রাবার চাষের সঙ্গে যুক্ত রয়েছে।