ঝিনাইদহের কালীগঞ্জে কৃষককে গলাকেটে হত্যা
পাঁচমিশালি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কৃষককে গলাকেটে খুন করা হয়েছে।
উপজেলার দীঘারপাড়া গ্রামে রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জেলার অভিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) আবুল বাশার জানান।
নিহত রেজাউল ইসলাম (৩২) ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, “রাত ৯টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ে রেজাউল। রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি রেজাউলের গলা দিয়ে রক্ত ঝরছে।
“পরে তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রেজাউলকে মৃত ঘোষণা করেন।”
রেজাউলের ৯ বছরের সন্তান আপন ইসলাম পুলিশকে জানায়, বাবা-মায়ের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। পরে দরজার ফাঁক দিয়ে সে দেখে, কয়েকজন ব্যক্তি তার বাবাকে ‘ফেলে দেওয়ার জন্য’ নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে।