১২:২৯ পূর্বাহ্ন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : সেপ্টেম্বর ৯, ২০২৩ ৬:১৩ অপরাহ্ন
শেকৃবিতে প্রাণিকল্যাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘প্রাণিকল্যাণ সমস্যা মূল্যায়নে আচরণের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শেকৃবি’র অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের আয়োজনে ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপলায়েড ইথোলজি (আইএসএই)-এর পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার আহ্বায়ক ও এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. অলোক কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ্বাস, শেকৃবি’র গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন সরদার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি অধ্যাপক ড. মাহমুদুল হাসান শিকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনসহ শেকৃবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২৩ ৬:৩২ অপরাহ্ন
বাকৃবিতে ‘রোল অব বিহেভিয়র ইন দ্যা ইভ্যালুয়েশন অব এনিমেল ওয়েলফেয়ার ইস্যুস’ শীর্ষক আর্ন্তজাতিক কর্মশালার উদ্বোধন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজি (আইএসএই)-এর পৃষ্ঠপোষকতায় ‘রোল অব বিহেভিয়র ইন দ্যা ইভ্যালুয়েশন অব এনিমেল ওয়েলফেয়ার ইস্যুস’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা আয়োজক কমিটির সভাপতি এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো আব্দুল আওয়াল, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার এবং ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ড. মনোরঞ্জন ধর।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বাকৃবি ফার্স্ট লেডি এবং মহিলা সংঘের সভাপতি ড. পারভিন সুলতানা এবং আইএসএই এর কান্ট্রি লিয়াজো ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস অনুষদের সহযোগী প্রফেসর ড. জসিম উদ্দিন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আইএসএই এর সভাপতি ড. জেনিস সেইফর্ড, আইএসএই এর ডেভেলাপমেন্ট অফিসার ড. মারিয়া কেমিলা সেবালস এবং সহকারী ডেভেলাপমেন্ট অফিসার ড. জ্যান ইয়ান চোও।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের লেকচারার ডাঃ সোলেমা আক্তার শান্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মশালা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সকল প্রাণী একে অপরের উপর নির্ভরশীল সুতরাং মানুষ হিসেবে সৃষ্টির সেরাজীব হয়ে উঠতে হলে অন্যান্য প্রাণীর কল্যাণের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া যাবে না। পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা মানুষ অন্যান্য প্রাণী থেকে বিভিন্ন সুবিধা ভোগ করে থাকি কিন্তু সে তুলনায় তাদের কতটুকু সুবিধা দেই, কতটুকু সদাচরণ করি তা বিবেচনায় নিতে হবে। প্রাণী অধিকার রক্ষার্থে প্রাণীকল্যাণ বিষয়ে আমাদের সকলকে আরোও সচেতন হতে হবে এবং এ ব্যাপারে দেশে প্রচলিত প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর যথোপোযুক্ত প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষক ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করছে এমন প্রায় দুই শতাধিক ভেটেরিনারিয়ানসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালার দ্বিতীয় সেশনে দু’টি টাইটেলের ওপর ছয়টি পেপার উপস্থাপনা করা হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ন
পূর্বধলায় টেকনোলজি পার্কের উদ্বোধন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: নেত্রকোনা জেলার পূর্বধলায় স্বপ্ননীড় অ্যাগ্রো বিডি ফার্মে দেশের কৃষিকে যান্ত্রিকীকরণের অংশ হিসেবে একটি টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩ ) সকাল দশটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাপ্রোপ্রিয়েট স্কিল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি) প্রজেক্টের সহযোগিতায় এবং দি মেটাল প্রাইভেট লিমিটেড এর অর্থায়নে স্থাপিত এ পার্কটি যৌথভাবে উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রশান্ত কে কালিতা ও দি মেটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল।
টেকনোলজি পার্কটিতে ধানের বীজতলা তৈরি ও রোপণ থেকে শুরু করে ফসল বস্তাবন্দি পর্যন্ত প্রায় সকল ধরনের আধুনিক মেশিন রয়েছে। এর মধ্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টার, একটি রাইস ট্রান্সপ্লাটার, বিএইউ এসটিআর ড্রায়ার, একটি ট্রাক্টর, একটি সিডার, একটি চপার মেশিন, একটি সিড ট্রে প্রিপারেশন মেশিনসহ অন্যান্য মেশিন রয়েছে। এ পার্ক থেকে কৃষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আধুনিক কৃষি যন্ত্রের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবা দেওয়া হবে। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে মেশিনগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।


পার্কের উদ্যোক্তা নিলয় খান জানান টেকনোলজি পার্কের মেশিনগুলো পূর্বধলা উপজেলার অধিকাংশ ধান চাষে যান্ত্রিক সেবা দিচ্ছে। কৃষিতে এসব আধুনিক যন্ত্র ব্যবহারের ফলে সময়, শ্রম ও ফসল ক্ষতি কম হয় পাশাপাশি কৃষক বেশি লাভবান হচ্ছে। পার্কের মেশিন ব্যবহারে একটি মৌসুমে প্রায় ১৫০ একর জমির ধান চাষ সম্ভব যা প্রথাগত পদ্ধতি থেকে ৫০ শতাংশ উৎপাদন খরচ কমিয়ে দেয়।
আসমি প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রশান্ত কে কালিতা, বাকৃবি কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড চয়ন কুমার সাহা, দি মেটাল প্রায়ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিল, সেনেগালের ইন্সটিটিউট সেনেগালাইস দ্য রিসারসেস এগ্রিকোলস এর পরিচালক ড. অ্যালিয়ু ফায়ে, পূর্বধলা উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির ,অধ্যাপক ড. রোস্তম আলী , মেটাল এগ্রিমেশিনারি বিসনেস এর বিপনন প্রধান, টি.এম. আছাদুর রহমান প্রমুখ।

অধ্যাপক মঞ্জুরুল আলম বলেন, মানুষ স্বপ্ন দেখে আর চেষ্টা করে সেই স্বপ্ন পূরণের। আমার স্বপ্ন ছিলো বাংলাদেশের কৃষিতে যান্ত্রিকীকরণ। কৃষি শ্রমিক দিন দিন কমে যাচ্ছে। কৃষিক্ষেত্রে সুবিধা কম হওয়ায় অন্যান্য কর্মক্ষেত্রে ঝুঁকছে তারা। যান্ত্রিকীকরণের ফলে কৃষিতে পূর্বের তুলনায় অনেক সুবিধা বাড়বে এতে মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাবে। যান্ত্রিক কৃষির ফলে ফলন বৃদ্ধি ও সময় সাশ্রয়ী কৃষিতে রূপান্তর হচ্ছে।

মেটাল প্রায়ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিল বলেন বাংলাদেশের কৃষিকাজের সঙ্গে যাঁদের একটু হলেও যোগাযোগ আছে, তারা ট্যাফে ট্রাক্টরের নাম নিশ্চয়ই শুনেছেন। ১৯৯৩ সালে কৃষির যান্ত্রিকীকরণও শুরু হয়েছিল এই ট্যাফে ট্রাক্টরের মাধ্যমে। এখন জমি চাষে যন্ত্রের ব্যবহার ব্যাপক জনপ্রিয়। যন্ত্রের ব্যবহার বাড়ছে ফসল কাটা ও রোপণেও। এই ট্যাফে ট্রাক্টর দেশে এনেছিল দ্য মেটাল প্রাইভেট লিমিটেড।
১৯৮৭ সালে কার্যক্রম শুরু করা মেটাল এখন গ্রুপ প্রতিষ্ঠান। কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে জড়িত গ্রুপটির ১৩ প্রতিষ্ঠান। শুরুতে ট্রাক্টর বিক্রি করলেও এখন কৃষিযন্ত্র তৈরি ও আমদানি, বীজ উৎপাদন, অটোমোবাইল, মোবাইলের টাওয়ার নির্মাণও পরিচালনাসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত মেটাল।আমরা কৃষি যান্ত্রিকীকরণের প্রতিটি কাজ হৃদয় দিয়ে মন থেকে করি। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে মেটাল সব সময় প্রস্তুত।

যান্ত্রিকীকরণের যাত্রা নিয়ে উদ্যোক্তা নিলয় খান বলেন, প্রথমে একটি মিনি কম্বাইন হারভেস্টার দিয়ে শুরু হয় আমার যাত্রা। মেশিন বিষয়ে তখন কিছুই বুঝতাম না কীভাবে ব্যবহার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মেটাল কোম্পানির সহযোগিতায় মেশিন বিষয়ক কর্মশালা ও অনেক তথ্য পাই। কৃষি কাজে এসব মেশিনের ব্যবহার সময় ও শ্রম উভয়ই কম লাগছে পাশাপাশি অধিক অর্থ আয় হচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ন
সিকৃবিতে ভাইস চ্যান্সেলর এবং ডিনস অ্যাওয়ার্ড প্রদান
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামালউদ্দিন ভূঞা বলেছেন শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ভাইস চ্যান্সেলর এবং ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান সভাপতিত্বে এবং ড. পার্থ প্রতীম বর্মন  ও সুমাইয়া রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, পরিচালক (ছাত্রপরামর্শ ও নির্দেশন), প্রক্টর প্রমূখ।

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মতিয়া খান মৌটুসী, ফাতিমা মার্জিয়া আনিকা, রকিবুল হাসান ।  কৃষি অনুষদের তায়্যেবাহ তাহসিন রূপন্তি, সেবি কাদে, নাযরাতান নাঈম সালওয়া, সানজিদা জামান । মাৎস্য বিজ্ঞান অনুষদের ফাহমিদা নওশিন সুমি, রিদিমা আহমেদ রিয়া, মোঃ আহমেদ হোসেন, সাথী দেবনাথ গোপা । কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লুসাইবা লামিয়া, সুমাইয়া আক্তার, মাইনুল হাসান, তারিন তাবাসসুম এবং বায়ো টেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ফারিয়া হুমায়রা রাফা, মোছাঃ ফাতেমা সুলতানা তন্নি ।

ডিন অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের জান্নাতুল ফেরদৌস রিতা, জয় দেবনাথ, সানজিদা আক্তার শ্রাবন্তী, নির্জন সরকার, মোঃ তানভীর রহমান, মারজিয়া আক্তার । কৃষি অনুষদের সাদিয়া জাহান বর্না, রাহনুমানুরা ইন তাহসিন, তাসমিয়া আমেনা, ইরফাত জাহান অনন্যা, সানিয়া আফরিন স্বর্ণা, সামসাদ শারমীন, সুলতানা রাজিয়া তমা, জেসিয়া সুলতানা । মাৎস্য বিজ্ঞান অনুষদের মোঃ আশিকুর রহমান, মোহসিনুল রাইয়ান, নাফিয়া তাসনিম তৃপ্তি, শাহজাবিন বিনতে মালেক হেনা,তাসনিম নূর নিশাত, তন্ময় কুমার সাহা, মোঃ শাকিল খান, দীপঙ্কর অধিকারী । কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বর্ষা দেক্যানি, মোঃ গাউসুল ইসলাম তানভীর । কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সুমাইয়া আক্তার, জাকিয়া আলম, মারজান আক্তার ফারদুন, মোঃ তাসনিমুল হক নিশাত, নারগিস আক্তার এবং বায়ো টেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের নওশিন ই আরানিসা, মিতানূর ববি, সাকলায়ীন মাহফুজ, নুসরাত জাহান ।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:১২ অপরাহ্ন
বাকৃবিতে সায়ন আইডিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ০৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (এএসএমআইএইচ), স্মাট এগ্রো-টেকনোলজি ইনোভেশন ইউথ নেটওয়ার্ক (সায়ন) এবং বাকৃবি’র কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ আয়োজিত সায়ন আইডিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব, বাংলাদেশ ফেইস-টু এর প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়াম এর পরিচালক এবং ইলিনোইস আরবানা-শ্যাম্পেইন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রশান্ত কে কালিতা এবং সেনেগাল প্রতিনিধি ড. আলিও ফেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, কৃষি খাতে খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধিতে আমাদেরকে নতুন নতুন আইডিয়ার সাথে মেকানাইজেশনের দিকে এগিয়ে যেতে হবে। এ সকল আইডিয়া এবং মেকানাইজেশন শুধু শস্যচাষ ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে গবাদিপশু, মৎস্য চাষেও ব্যবহার করতে হবে। বাংলাদেশের স্বল্প জমি, স্বল্প রিসোর্সের কথা চিন্তা করে ছোট ছোট কৃষি মেশিনারিজ উদ্ভাবন করতে হবে। তিনি আরোও বলেন, এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশের কৃষিতে নতুন আইডিয়া উদ্ভাবনে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করবে।


প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫টি আইডিয়া প্রদানকারী টিমের মধ্য থেকে ১০টি টিমকে সেরা হিসেবে নির্বাচিত করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। তন্মধ্যে সেরা ০৩ টিমকে যথাক্রমে এগ্রো-প্রটেক্টর (খুকৃবি), জেন-গ্যাপ (কুয়েট), সাইলেজ-ছাভি (বাকৃবি)কে সার্টিফিকেটসহ ৪০০$ ডলার প্রাইজমানি প্রদান করা হয়েছে।

মাসতুবা হক মৃদু এবং সৈকত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সায়ন এর উপদেষ্টা এবং এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব, বাংলাদেশ ফেইস-টু এর সহযোগী পরিচালক প্রফেসর ড. চয়ন কুমার সাহা, সায়ন সম্পর্কে বক্তব্য প্রদান করেন সায়ন এর চিফ কো-অর্ডিনেটর মোঃ আবু ইউসুফ প্রধান।

অনুষ্ঠানে প্রতিযোগী টিমের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ন
হারানো বিজ্ঞপ্তি
ক্যাম্পাস

হারানো বিজ্ঞপ্তি

২০/০৮/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার ব্রীজ মোড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেশন ২০১৪-১৫, রেজি নং ৪৩৭২২, রোল নং ১৫০৬০২৪ এর সাময়িক সার্টিফিকেট এবং মাস্টার্স (ফিশারীজ ম্যানেজম্যান্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেশন ২০১৪-১৫ রেজি নং ৪৩৭২২ রোল 19FMJD34M এর সাময়িক সার্টিফিকেট হারিয়ে গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার জিডি নং ২৪৭।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৩১, ২০২৩ ৭:১৯ অপরাহ্ন
বাকৃবি রেলস্টেশনের কাজ পুনরায় চালুর দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন 
ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান রেলস্টেশন স্থাপনের কাজ বন্ধ  হওয়ায় দ্রুত পুনরায় চালুর দাবীতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঐ মানববন্ধন  করেন তারা ।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির উপস্থিত হয়ে ছাত্র ইউনিয়নের সদস্যদের সাতদিনের মধ্যে স্টেশন নির্মান কাজ শুরু  হবে আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বিন আনোয়ার, সহ-সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
সমাবেশে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, দীর্ঘ সময় পর রেলস্টেশনের কাজ পুনরায় চালু হলেও টেন্ডার জনিত সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের  ব্যাত্যয় ঘটলে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, রেলস্টেশনের কাজ শুরু করার জন্য আমি ঠিকাদারের সাথে কাজ কথা বলেছি। তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। এজন্য আগামী এক সপ্তাহ ছাত্র ইউনিয়নের কর্মসূচি স্থগিত রাখার কথা বলেছি।
শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৩০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ন
বাকৃবিতে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩০ আগস্ট): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির আয়োজনে আজ বুধবার বিকাল ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এম.এস ও পিএইচ.ডি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থা ও উন্নয়নকে সামনে রেখে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর।


অনুষ্ঠিত সেমিনারে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবার সঞ্চালনায় বাকৃবির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং বাকৃবির বিভিন্ন অনুষদের প্রতিনিধিগণ তাদের মতামত প্রদান করেন।


সেমিনারে বাকৃবির বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান এবং এম.এস ও পিএইচ.ডি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জরুরী সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের জরুরী অধিবেশন ২৮ আগস্ট ২০২৩ (সোমবার) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, সাবেক ইউজিসি প্রফেসর ড. এস. এম. বুলবুল এবং সিন্ডিকেট সচিব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ । এছাড়াও সদস্যবৃন্দের মাঝে অনলাইনে যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
সিন্ডিকেট সভায় বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সিন্ডিকেট সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়াও বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
সিন্ডিকেট অধিবেশনে পিএইচডি ডিগ্রী প্রদান, শিক্ষা, গবেষণা, বাজেটসহ নানাবিদ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২৩ ১২:২১ অপরাহ্ন
আন্তর্জাতিক অসলো রোটারি বৃত্তি পেলেন সিকৃবি’র ১৪ জন মেধাবী শিক্ষার্থী
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি : মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা স্বরূপ অসলো ইন্টান্যাশনাল রোটারি ক্লাব(ওআইআরসি) প্রদত্ত বৃত্তি পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৪ জন মেধাবী শিক্ষার্থী। ২৭ আগস্ট রবিবার সিকৃবি’র কৃষি অনুষদের ভার্চুয়াল ক্লশরুমে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বৃত্তি প্রদান করেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ’ঞা।

পরিচালক বহিরাঙ্গন ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ওআইআরসি’র প্রেসিডেন্ট ইরিনা আনকা তানাসি এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার। অনুষ্ঠানে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জয়কৃষ্ণ চন্দ্র বিশ্বাস শর্মা, দীপ্তি রাণী দে, মৌসুমী পাল, তারিন তাবাস্সুম এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থী জিনিয়া জাফরিন নিঝুম, সাথী রাণী দাস, নাহিদা সুলতানা, মান্না দাস, রাইসা হোসাইন প্রিয়তি, পিংকি দেবনাথ, মোঃ ওমর ফারুক, স্বর্ণালী তালুকদার, আরিফা আক্তার, মোঃ মাহমুদ আলী কে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop