১২:৫৯ পূর্বাহ্ন

সোমবার, ৩০ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : ডিসেম্বর ২৫, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ন
বাকৃবি’তে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় তরুণ সমাজকে উদ্বুদ্ধকরনে আত্ম উন্নয়ন, অভিব্যক্তি, বাস্তবমুখী গল্প, আবহাওয়া ও জলবায়ুসহ মোটিভেশনমূলক কথা বলেন স্পিকাররা।

শনিবার (২৪ডিসেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।

টেডএক্স হলো স্পিকারের একটি প্রদর্শনী। এখানে আমণন্ত্রিত বক্তারা তাদের জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা শুনান। শ্রেতাদের মাঝে সবকিছু নতুন দৃষ্টিকোণে ভাবতে শেখায়। কর্মশালা গুলো একাডেমিক ও কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

তরুণ সমাজকে নতুন ধারণা এবং উল্লেখযোগ্য বক্তৃতা প্রদানের মাধ্যমে উৎসাহয়িত করেন উপস্থিত সাত জন বক্তা। তারা হলেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, লেখক ও ডিজিটাল মিডিয়া কৌশলবিদ সাদমান সাদিক, বিজ্ঞানী ও অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান সিকদার, বসুন্ধরা গ্রুপের জনসংযোগের (শাখা এ) প্রধান ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল, জলবায়ু নীতি অ্যাডভোকেট ও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের গ্লোবাল ফ্যাসিলিটেটর জুহাইর আহমেদ কৌশিক, অ্যানিমেটর ও কার্টুনিস্ট মাহাথির মাহমুদ অন্তিক।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ স্বপ্নিল আহমেদ জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালা সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অনসূয়া চক্রবর্তী ও শাহেদ জাকির অপি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ক্যরিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৪, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ন
শেকৃবিতে “গবাদিপশু উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের কনফারেন্স কক্ষে “গবাদিপশু উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। আদর্শ প্রাণীসেবা লিঃ এর সহযোগিতায় শেকৃবি’র এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ উক্ত সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চার্লস স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) এর সহযোগী অধ্যাপক ড. আসাদ কবির এবং প্রাণীসেবা লিঃ এর হেড অব অপারেশন ডা. রেজাউল আলম রেজা। সেমিনারে বক্তারা এদেশে গবাদিপশু উৎপাদনে কৃক্রিম বুদ্ধিমত্তা( আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের সুযোগ ও সুবিধা নিয়ে আলোচন করেন। বক্তারা ৪র্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করতে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্য মাননীয় ভাইস- চ্যান্সেলর বলেন, আমাদের ৪র্থ শিল্প বিপ্লব মোকাবিলায় অন্যান্য শিল্পের পাশাপাশি প্রচলিত প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন আমাদের গবেষণা বাড়াতে হবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার ও তা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষিতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা অধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

উল্লেখ্য যে, প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা সহজ হবে, অসুস্থ প্রাণীর লক্ষণ ৪৮ ঘন্টা পূর্বেই জানা যাবে। এমনকি গবাদি পশুর প্রজননের সঠিক সময় জানা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গবাদি পশুর চিকিৎসা ব্যয়, শ্রমিক খরচ কমে অর্ধেক হবে এবং বার্ষিক আয় পাঁচশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সেমিনারের সভাপতিত্ব করেন এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত কবির ও ফাল্গুনী দাদক।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৩, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ন
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাকৃবি
ক্যাম্পাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বাকৃবির উদ্দেশ্যই হলো গবেষণার ফলাফল গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেওয়া। সফলতা আসলে সত্যিকার অর্থে উপকৃত হবে প্রান্তিক কৃষকরা। এজন্য মানুষের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাকৃবির ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) প্রশিক্ষণ কক্ষে আট দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং পরিবেশবিষয়ক সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৭ জন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের বিষয়টি বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে যথাযথ হয়েছে। নতুন উদ্ভাবিত পণ্য তাদের কাছে পৌঁছানোর মাধ্যম হলো মিডিয়া। কৃষি সাংবাদিকতা বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে এবং আইআইএফএসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম (ভার্চুয়ালি), আইআইএফএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. ফারিদা ইয়াসমিন বারি প্রমুখ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৬, ২০২২ ৫:৫০ অপরাহ্ন
শেকৃবিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ক্যাম্পাস

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৬টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এরপর আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এরপর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, আইসিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগের বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় কৃষি অনুষদে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। এরপর বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলোপাসিং, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা।

রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন এর আয়োজন করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৩, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন
সিভাসু স্নাতক ছাত্রদের ভেনম গবেষণা কেন্দ্র পরিদর্শন
ক্যাম্পাস

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ শাহনেয়াজ আলী খান এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আমির হোসেন সৈকতের নেতৃত্বে ৬টি গ্রুপে FVM-২৪ তম ব্যাচের ৯৩ জন শিক্ষার্থীর একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ পরিদর্শন করেছে।

এই বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকগণ ৬ টি গ্রুপকে এই পরিদর্শনে নেতৃত্ব দেন এবং বিভাগীয় সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরাগণ সেখানে যোগ দেয়।

এই পরিদর্শনে শিক্ষার্থীরা বিষধর ও অ-বিষাক্ত সাপের বৈশিষ্ট্য, বিচরণ ও প্রজনন, বিষ সংগ্রহের পদ্ধতি, বিষের প্রোফাইলিং এবং অ্যান্টিভেনম উৎপাদন সম্পর্কে জ্ঞান লাভ করে যা পরবর্তিতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সহায়তা করবে। আনুষ্ঠানিক বক্তৃতা শেষে শিক্ষার্থীরা সাপকে সংযত করা, তাদের খাওয়ানো এবং ভেনম রিসার্চ সেন্টারে রাখা ইঁদুরের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে।

পরিদর্শনের শেষ দিনে বিভাগীয় প্রধান এই গবেষণা কেন্দ্র এবং বিভাগের মধ্যে সম্ভাব্য গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আশা করছি, এই দুই সংস্থা শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। আমরা আরও আশা করি এই ধরনের পরিদর্শন শিক্ষাবিদদের সাথে গবেষণা সংস্থার মধ্যে সহ-পাঠ্যক্রমিক জ্ঞান বাড়াবে।

এই সফর সফল করতে তাদের আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিভাগটি কেন্দ্রের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে, বিভাগ এই সহ-পাঠ্যক্রমিক বিনিময় পরিদর্শনে এবং অ্যান্টি-ভেনম উৎপাদনে প্রয়াসের জন্য ভেনম রিসার্চ সেন্টার কর্তৃপক্ষকে একটি স্যুভেনির ক্রেস্ট প্রদান করে।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৩, ২০২২ ১০:২৮ অপরাহ্ন
বাকৃবি-অর্থায়নকৃত প্রকল্প অনুমোদন পত্র বিতরণ ২০২২ অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্বাংমদ দীনু; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর আয়োজনে অনুষ্ঠিত হল বাকৃবি-অর্থায়নকৃত প্রকল্প অনুমোদন পত্র বিতরণ।

মঙ্গলবার(১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় বাকৃবি সৈয়দ নজরুল কনফারেন্স হলে বাকৃবি-অর্থায়নকৃত প্রকল্প অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয় যেখানে মোট ৫২টি প্রকল্পের মাধ্যমে মোট ৩ কোটি ৮৪ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে।

বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম. এ. সালাম, কোষাধ্যক্ষ জনাব মোঃ রাকিব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বাকৃবি পিএইচডি রিসার্চ সারাবিশ্বে মুল্যায়িত হচ্ছে। পৃথিবীর অনেক দেশ এ ব্যাপারে আমাদেরকে অনুকরণ করছে। সারা বিশ্ব বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ নিতে আগ্রহ দেখায়।
এ সময় তিনি প্রতিটি প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিকেটরকে তাগিদ দেন যেন তারা জুনিয়র শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করেন। যাতে জুনিয়র শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী ও দক্ষ হয়ে উঠতে পারে। এছাড়াও তিনি গবেষণা কাজে এগিয়ে আসার জন্য বাকৃবি শিক্ষকদেরকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো- প্রিন্সিপাল ইনভেস্টিগেটরসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১১, ২০২২ ৭:৩১ অপরাহ্ন
শেকৃবিতে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এবং প্ল্যান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আজ ১১ডিসেম্বর সকাল ১০ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ড. মোঃ আজিজ জিলানী চৌধুরী। সভাপতিত্ব করেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক।

সেমিনারে সায়েন্টিফিক পেপার উপস্থাপন করেন আমেরিকার লিংকন ইউনিভার্সিটি অব মিশুরী এর অধ্যাপক ড. শফিউল্লাহ পাঠান ও জাপানের Iwate University এর সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২২ ৫:৫৬ অপরাহ্ন
৬ মাসেও পায়নি শেকৃবির শিক্ষার্থীরা বৃত্তির টাকা
ক্যাম্পাস

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রতি সেমিস্টারে পাশকৃত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয় ১২০০ থেকে ১৮০০ টাকা। কিন্তু লেভেল-১ সেমিস্টার-২ এর কৃষি অনুষদের শিক্ষার্থীদের ফলাফল ৬ মাস আগে প্রকাশিত হলেও এখনো বৃত্তির টাকা পায়নি পাশকৃত শিক্ষার্থীরা।

খোজ নিয়ে জানা যায়, কৃষি অনুষদের লেভেল-১ সেমিস্টার-২ শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের জুন মাসে। ফলাফল প্রকাশের ৬ মাস পরেও বৃত্তির টাকা পায়নি পাশকৃত ২৯৮ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দফতরে চলে ধীর গতির কাজ। অর্থ সংক্রান্ত হলে আরও বাড়ে ভোগান্তি। এসবের ফলে সঠিক সময়ে বৃত্তি, কোন বিষয়ের অনুমোদন, বিভিন্ন ছাত্র সংগঠনের অর্থসংক্রান্ত ফাইলসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

লেভেল-১ সেমিস্টার-২ এর পাশকৃত শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, আমাদের লেভেল-১ সেমিস্টার-২ এর ফলাফল প্রকাশিত হয়েছে জুন মাসে। এখন লেভেল-২ সেমিস্টার-২ এর পরীক্ষা চলছে এবং ইতোমধ্যে লেভেল-২ সেমিস্টার-১ এর ফলাফল ডিন অফিসে জমা হয়েছে। আগামী রোববার বা সোমবার (৪ বা ৫ ডিসেম্বর) প্রকাশিত হতে পারে। অথচ এখনও আমরা লেভেল-১ সেমিস্টার-২ এর বৃত্তির টাকা পাইনি।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন (২০০১) থেকে বৃত্তির টাকা সেমিস্টার প্রতি ১২০০ রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক খরচ বাড়লেও বাড়েনি আমাদের বৃত্তির টাকা। তবুও সামান্য এই টাকা দিতে প্রশাসনের নানান তাল বাহানা।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লেভেল-১ সেমিস্টার-২ এর বৃত্তির ফাইল বিভিন্ন দফতরে অনুমোদিত হয়ে একাডেমিক অ্যান্ড স্কোলারশিপ দফতরে আসে। এরপর ওই দফতর চলতি বছরের ১২ সেপ্টেম্বর একাউন্ট অ্যান্ড ফিন্যান্স বিভাগে অনুমোদনের জন্যে পাঠায়। এখান থেকে অনুমোদিত হয়ে ফাইলটি পরবর্তী দফতরে যাবে। তবে সাংবাদিকদের সামনে অনেক খুঁজেও বৃত্তির ফাইলটির বের করতে পারেননি একাউন্ট অ্যান্ড ফিন্যান্স দফতরের সহকারী পরিচালক নাহিদা পারভীন।

একাডেমিক অ্যান্ড স্কোলারশিপ শাখার সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ হরি কমল দাশ বলেন, ফলাফল প্রকাশিত হওয়ার পর কবে নাগাদ বৃত্তির টাকা শিক্ষার্থীরা পাবে এর কোন নির্ধারিত সময় নেই। ফলাফল আমাদের নিকট আসার পরেই কাজ শুরু হয়। আমরা প্রথমে ম্যানুয়ালি বৃত্তি প্রাপ্তদের তালিকা করি। তারপর ক্রমান্বয়ে রেজিস্ট্রার, ডিন, উপাচার্যের কাছে অনুমোদিত হয়ে আমাদের নিকট আবার আসে। আমরা সেটিকে অর্ডার হিসেবে ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দফতরে পাঠায়। তারা বিল তৈরি করে এবং সর্বশেষে হল প্রভোস্ট বৃত্তির টাকা ব্যাংক থেকে নিয়ে হল ভিত্তিক শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়। এতগুলো দফতর ঘুরে শিক্ষার্থীদের হাতে যেতে বেশ সময় লেগে যায়।

তিনি আরও বলেন, অল্প সময়ে বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর ব্যাপারে সবকিছু ডিজিটাল ও সফটওয়্যার ভিত্তিক করার জন্যে উপরমহলে প্রস্তাব দিয়েছি কিন্তু এখনো অনুমোদন পায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, বৃত্তির ফাইল আটকা আছে এটি আমার জানা ছিল না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি পেতে অবশ্যই একটি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকা উচিত। আমি এটি নিয়ে দ্রুত কাজ করব। আশা করি পরবর্তী সময়ে শিক্ষার্থীরা দ্রুত তাদের বৃত্তির টাকা পাবে। সূত্র: নয়া শতাব্দী

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২২ ২:৩৫ অপরাহ্ন
বাকৃবিতে যথাযথ মর্যাদায় বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদকঃ মৃত্তিকা: খাদ্যের সূচনা যেখানে” প্রতিপাদ্য কে সামনে রেখে আজ সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস।

আজ সকাল সাড়ে দশটায় বিশ্ব মৃত্তিকা দিবস পালনের অংশ হিসেবে বর্ণাঢ্য এক র‍্যালির আয়োজন করে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। কৃষি অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে  কেন্দ্রীয় পাঠাগার এবং টিএসসি ঘুরে কৃষি অনুষদের ডিন অফিসের সামনে উক্ত শোভাযাত্রাটি সমাপ্ত হয়। অতঃপর বেলা এগারোটায় কৃষি অনুষদের কনফারেন্স রুমে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন উপলক্ষে বিজ্ঞান ধর্মী এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগদান করেন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. মোঃ আজিজুল হক এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে আগত তিন সদস্য বিশিষ্ট গবেষক দল।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান
ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বিশেষ বক্তব্য প্রদান করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড এম রফিকুল ইসলাম। তিনি তার উপস্থাপনায় বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের ইতিহাস, মৃত্তিকার উর্বরতা, মৃত্তিকার বিভিন্ন অত্যাবশ্যকীয় মৌলের উপস্থিতি, খাদ্য উৎপাদনের মৃত্তিকার গুরুত্ব, বাংলাদেশের মৃত্তিকা সম্বলিত বিভিন্ন সমস্যা, মৃত্তিকায় ভারী ধাতুর উপস্থিতি, টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মৃত্তিকার স্বাস্থ্য রক্ষার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। উপস্থাপনা শেষে সয়েল সাইন্স ডিপার্টমেন্টের শিক্ষকমন্ডলী, পিএইচডি শিক্ষার্থী, মাস্টার শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন থেকে আগত ব্যক্তিবর্গ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সয়েল সাইন্স ডিপার্টমেন্টের অপর সিনিয়র শিক্ষক প্রফেসর ডঃ মোঃ রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড ইত্যাদি ভারী ধাতুর উপস্থিতি কমিয়ে আয়রন এবং জিংক সমৃদ্ধ ধান উৎপাদনের বিষয়ে গবেষণা প্রকল্প শুরু করা হয়েছে।

অনুষ্ঠান শেষে সয়েল সাইন্স ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডঃ তাহসিনা শারমিন হক উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

 

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৩, ২০২২ ৭:০৫ অপরাহ্ন
বাকৃবিতে নবান্ন উৎসব ‘নবরূপে নবান্ন’ উদযাপিত
কৃষি বিভাগ

কৃষিবিদ দীন মোহাম্মদ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম উৎসবের আয়োজনে নবান্ন উৎসব ‘নবরূপে নবান্ন’ আয়োকন করা হয়েছে।

শনিবার(৩ ডিসেম্বর) বাকৃবি ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান সকাল সাড়ে ৯টায় বাকৃবি হেলিপ্যাডে কৃষক র‌্যালি উদ্বোধনের মধ্যদিয়ে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বিজয়ের মাসে এ উৎসব যুক্ত হয়ে বাঙালির প্রতিটি মানুষকে আরও উৎসবমুখর করে তুলেছে। এ সময় তিনি ‘নবরূপে নবান্ন’ উৎসব আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানসূচিতে বাকৃবি স্টেডিয়ামে আজ দুপুর ১টায় নতুন চালের ভাতে মধ্যাহ্নভোজ, দুপুর ২টায় নবান্ন মেলা, বিকেল ৪টায় বাংলার ঐতিহ্যবাহী বাউল গান, সন্ধ্যা সাড়ে ৫টায় গ্রাম বাংলার প্রাচীন বিনোদনের উৎস ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। এছাড়াও আগামীকাল ৪ ডিসেম্বর ২০২২ সন্ধ্যা সাড়ে ৫টায় বাকৃবি জয়নুল আবেদীন মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের আয়োজনে কনসার্টের অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop