খুবিতে তিন দিনব্যাপী সংগঠন মেলার উদ্বোধন হয়েছে গতকাল
ক্যাম্পাস
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে তিন দিনব্যাপী সংগঠন মেলা ২০২২ শুরু হয়েছে।গতকাল ২০ মার্চ ২০২২ খ্রি. রবিবার বিকেল ৫ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। করোনা মহামারির পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এসময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, লোপা ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এবারের মেলায় নৃ-নাট্য, অমিত্রাক্ষর, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস),খুলনা ইউনিভার্সিটি এসোসিয়েশন অফ স্টুডেন্টস অফ এগ্রিকালচার এন্ড রিলেটেড সাইন্সেস(কুয়াস), ওংকার শৃণুতা, চেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, বায়োস্কোপ, ফটোগ্রাফিক সোসাইটি, ফিল্ম ক্লাব, ইনোভেশন ক্লাব, নৈয়ায়িক, চেতনা ৭১, রোটারেক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি, বাঁধনসহ প্রায় ২৫টি সংগঠন অংশগ্রহণ করেছে।
তথ্যসূত্রঃখুলনা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেইজ
মোঃ অামিনুল খান