শনিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, সিকৃবিতে পরীক্ষার্থী ৩৩০০ জন
ক্যাম্পাস
আগামী ২৭ নভেম্বর শনিবার কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৩০ মিনিটে হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারাদেশে মোট ৩৪,৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ জন শিক্ষার্থী স্নাতক লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তি হতে পারবে।
এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।