১১:৫১ অপরাহ্ন

সোমবার, ১৮ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ২৫, ২০২১ ১১:৫৭ অপরাহ্ন
শনিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, সিকৃবিতে পরীক্ষার্থী ৩৩০০ জন
ক্যাম্পাস

আগামী ২৭ নভেম্বর শনিবার কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৩০ মিনিটে হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারাদেশে মোট ৩৪,৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ জন শিক্ষার্থী স্নাতক লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তি হতে পারবে।

এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২১ ৯:৫০ অপরাহ্ন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্যে বাকৃবির সকল প্রস্তুতি সম্পন্ন
ক্যাম্পাস

আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি ও কৃষি প্রাধান্য ৭টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১।

এবার মোট সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

ভর্তি পরীক্ষা ২০২১ সনের আইটি বিভাগ এর আহবায়ক প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এবং বাকৃবির শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্টার জনাব মোঃ সারোয়ার জাহান জানান, যেসব আবেদনকারী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত এই চার বিষয়ে ১০৩০ নম্বর পেয়েছে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৪, ২০২১ ৮:৪৫ অপরাহ্ন
নাহিদ-শুভর নেতৃত্বে পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন
ক্যাম্পাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ডিভিএম ডিগ্রীর শিক্ষার্থীদের অন্যতম পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের (ভিএসএ) আগামী ১ বছরের জন্য কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. আহসানুর রেজা এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনামুল হক কায়েস। সহ-সভাপতি পদে রয়েছেন মো. নাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফরুল হাসান শুভ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফারহান লাবিব নোবেল, মো. কামরুজ্জামান আকিমুল এবং রুহুল আমিন; সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াদ আল মামুন, মো. হাবিবুল্লাহ শেখ এবং মো. আবু সুফিয়ান খান; সহ-সাংগঠনিক সম্পাদক পদে রিদওয়ানুল ইসলাম, মীরা রাণী বৈদ্য এবং মো. মুসাব্বির হোসেন; অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. নাইমুর রহমান; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক হোসেন রবিন; সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন।

এছাড়াও আছেন, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (আশিক); সহ-দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শবনম বিনতে নুসরাত ঐশী, ক্রীড়া সম্পাদক পদে প্রণয় বড়াল, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোছা. মনিরা ইয়াসমিন, সমাজসেবা সম্পাদক পদে মিটেশ ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক পদে অরণী চাকমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. সাজ্জাদ মিয়া।

নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জুবায়ের, মো. তারিকুর রহমান, চৌধুরী মোহন রঞ্জন বিশ্বাস, জয় দে, নাজিফা জাহান, মো. শামসুল আরেফিন ইমন এবং শফিউর মুক্তাদির ।

সুযোগ্য নেতৃত্ব ও শিক্ষক -শিক্ষার্থীদের একনিষ্ঠ ভালোবাসাকে কেন্দ্র করেই এই সংগঠনের বর্ণিল পথচলা।ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন শিক্ষার্থীদের ঐকান্তিক চাহিদায় শুরু হয়ে ধারাবাহিকভাবে প্রতিবছরই শৃঙ্খলার সাথে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে আসছে । সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস যেন যোগ্য নেতৃত্বের স্বীকৃতি। উক্ত কমিটির যুগোপযোগী সিদ্ধান্ত ও সঠিক দিকনির্দেশনায় ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন, পবিপ্রবি এগিয়ে যাবে অনন্য উচ্চতায়- এমনটাই মনে করছেন উক্ত অনুষদের সকল সাধারণ শিক্ষার্থী।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৩, ২০২১ ১:২৪ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে বশেমুরকৃবি
ক্যাম্পাস

বর্ণাঢ্য নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

এ উপলক্ষে সোমবার বশেমুরকৃবিতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনন্দ র‍্যালী, বিশেষ দোয়া ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। ভাইস-চ্যান্সেলর কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালীর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৯৮ সালের আজকের এ দিনে দেশে সর্বপ্রথম জাতির পিতার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, যার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তিনি সশ্রদ্ধ চিত্তে জাতির পিতাকে স্মরণ করেন।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, বশেমুরকৃবি-তে মানসম্পন্ন উচ্চতর শিক্ষা ও গবেষণা হচ্ছে, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে এ প্রতিষ্ঠানটি প্রসংশিত ও পুরস্কৃত হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের দেশের উন্নয়নে শিক্ষালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহবান জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকী এমপি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, কৃষি গবেষণা কাজের মাধ্যমে আমাদের অনেক উন্নতি হয়েছে যার ফলে আমরা দশগুণেরও বেশি ফসল ঘরে তুলতে পারছি। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয়ের এ ধারা অব্যাহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে। দেশ আজ উন্নয়নের রোডম্যাপে উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আজ সবকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হতে যাচ্ছে তা একটি যুগান্তকারী পদক্ষেপ।

সোমবার বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২১, ২০২১ ৮:৪১ অপরাহ্ন
সিভাসু’র ডিভিএম ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ
ক্যাম্পাস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।



মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুজ্জামান এবং ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।

অনুষ্ঠনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘আজকে তোমরা যেসব কিট (যন্ত্রপাতি) পেলে-সেগুলো যথাযথভাবে ব্যবহার করবে। কারণ পেশাগত দক্ষতা অর্জনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই। আর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের সব ধরণের সুযোগ-সুবিধা আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা ফ্যাসিলিটিজগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে এবং সিভাসু’কে এগিয়ে নিয়ে যাবে।’

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১২, ২০২১ ৯:২০ অপরাহ্ন
সিকৃবির ভেটেরিনারি ২২তম ব্যাচের ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৫-১৬ সেশন এর “ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে ।

পোল্ট্রি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান এর সঞ্চালনায়  অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল, ড. অমলেন্দু ঘোষ, পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, সিলেট বিভাগ, সিলেট এবং এ. টি. এম. ছাদেকুল ইসলাম তালুকদার, সিনিয়র ম্যানেজার, সেলস, এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ডিনবৃন্দ, ইন্টার্নশীপ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সকল বিভাগীয় প্রধান এবং সদ্য পাস করা ২২তম ব্যাচের ভেটেরিনারি চিকিৎসক।

অনুষ্ঠানে নিজেদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা তুলে ধরেন ২২তম ব্যাচের  শিক্ষার্থী ডা. মো. খাদেমুল ইসলাম এবং ডা. অনন্যা তালুকদার জেনি।অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন সদ্য পাস করা ভেটেরিনারি চিকিৎসকবৃন্দ। অর্জিত জ্ঞান দেশের সেবায় তথা মানুষের সেবায় কাজে লাগাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বর্তমান ও সাবেক ডিন এবং ইন্টার্নশীপ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা ।

উল্লেখ্য ভেটেরিনারি, এনিম্যাল, এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ প্রথম বারের মত “ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান” করেছে।পরবর্তী সময়েও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানসূচির মধ্যে আরো ছিল কৃতিত্বের সাথে পাস করা প্রথম তিনজন শিক্ষার্থীর জন্য বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান।অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন দেশ খ্যাত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৯, ২০২১ ৩:৩১ অপরাহ্ন
সিভাসু’তে ওয়ান হেল্থ ডে-২০২১ উদযাপন
ক্যাম্পাস

নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘ওয়ান হেল্থ ডে-২০২১’ উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা। সিভাসু, ওয়ান হেল্থ বাংলাদেশ এবং গ্লোবাল হেল্থ ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিকাল আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা শোভাযাত্রায় সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেব ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেল্থ ডেভেলপমেন্ট-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ এবং আইইডিসিআর-এর সাবেক পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন-চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, সিভাসু’র পোল্ট্রি রিসার্চ এ- ট্রেনিং সেন্টার-এর পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ডিভিশনাল ফরেস্ট অফিসার (ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট এ- ন্যাচার কন্জারভেশন ডিভিশন, চট্টগ্রাম) রফিকুল ইসলাম চেীধুরী এবং ওয়ান হেল্থ ইয়াং ভয়েস, বাংলাদেশ-এর সভাপতি ইশরাত জাহান ইশা।

সেমিনারে সভাপতিত্ব করেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী।

সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৫, ২০২১ ৭:২৪ অপরাহ্ন
সিকৃবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল পার্টিসিপেটরি রিসার্চ অন দ্যা হিডেন ডায়মেনশন্স অব প্রভার্টি” শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সারা পৃথিবীতেই দারিদ্র বিমোচন করতে হবে।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মাটি বাংলাদেশের নির্বাহী পরিচালক প্রকৌশলী লেলিন রহমান।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমল হুদা মিঠু এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান খান। সেমিনার আয়োজন কমিটির আহŸায়ক ড. মাকসুদা মান্নাফের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তারা দারিদ্র দূরিকরণ করতে হলে চাকরীর নিশ্চয়তা বিধান, সামাজিক মূল্যায়ন নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরন, আয় বৈষম্য ও শিক্ষার বৈষম্য দূরিকরনের উপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা বলেন, ভালোবাসার মাধ্যমে দারিদ্র দূরিকরন সম্ভব। সেমিনারে মাটি জার্মানির কোঅর্ডিনেটর রেইনার এগন বিওব্স, ক্রিস্টোফ পল, রেজিনা আনরুহ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য দারিদ্র বিমোচন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বলিভিয়া, তানজিনিয়া এবং বাংলাদেশসহ ৬টি দেশে গবেষণা পরিচালিত হচ্ছে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২০, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ন
ক্যাম্পাসে চা বাগান করছে চুয়েট
ক্যাম্পাস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের ঢালু পাহাড়ে চা বাগান করা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে চা বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন ও স্বাধীনতা চত্বর সংলগ্ন প্রয় দুই একর জায়গাজুড়ে এ বাগান তৈরি করা হবে। রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান থেকে অনুদান হিসেবে পাওয়া দুই হাজার চারাগাছ রোপণ করা হবে। বাগান সৃজনে সহায়তাও করেছে কোদালা চা বাগান।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‌‘চুয়েট ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। বছরজুড়ে পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন কাজ করি। অবকাঠামোগত উন্নয়নেও গ্রিন টেকনোলজি ব্যবহারসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ চলমান থাকে। এরই অংশ হিসেবে একটি চা বাগান করা হচ্ছে। বাগানটি তৈরি হলে বিশ্ববিদ্যালয়ে আসা লোকজন এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।’ বাগানটির রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেছেন উপাচার্য।

চা বাগানটির সৃজন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম ও অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, একাডেমিক ও ছাত্রবৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ১৯, ২০২১ ১:০৫ অপরাহ্ন
“বাকৃবিতে ‘শেখ রাসেল স্মৃতি চত্ত্বর’ প্রতিষ্ঠা করা হবে”
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস উপলক্ষে বাকৃবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে সোমবার (১৮ অক্টোবর) রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত আমাদের আবেগ ও ভালোবাসায় শেখ রাসেল- বিষয়ক আলোচনা সভায় তিনি বাকৃবিতে ‘শেখ রাসেল স্মৃতি চত্ত্বর’ প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. একেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আজহারুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এর কিউরেটর ও সাবেক সচিব নজরুল ইসলাম খান।

প্রধান অতিথি ড. শামসুল আলম বলেন শেখ রাসেলের মত আর কোন শিশুর এমন মৃত্যু আমরা দেখতে চাই না।একটি শিশুও যেন আর কখনও এমন নির্মমতার শিকার না হয়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দীর্ঘ দিন পরে হলেও দিবসটিকে স্বীকৃতি দেয়ায় আমি সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ।

মূল আলোচক নজরুল ইসলাম খান বলেন , বঙ্গবন্ধু যেভাবে শেখ রাসেলকে নিয়ে স্বপ্ন দেখতেন ,সকল শিশু-কিশোরদের ভালোবাসা ও তাদের স্বপ্নগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের বঙ্গবন্ধুর রাসেলকে নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।আমাদের খেয়াল রাখতে হবে যেন শিশুরা সঠিকভাবে বেড়ে ওঠতে পারে।তিনি তার বক্তব্যে ১৫ আগস্ট হত্যাকান্ডের ভয়াবহতার বিবরণ দেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, সেদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র রাসেলের আর্তচিৎকারে স্রষ্টার আরশ কেঁপে উঠলেও টলাতে পারেনি খুনী পাষাণদের মন। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মত এই নিষ্পাপ মহাশিশুকেও ৭৫-এর ১৫ আগস্ট ঠান্ডা মাথায় খুন করা হয়।

তিনি আরও বলেন ,শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। বঙ্গবন্ধু ও তাঁর শিশুপুত্র শেখ রাসেলের দন্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। সেই সকল দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ সময়ের দাবি। আমাদের শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলতে হবে । তিনি বলেন,শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বেই যেন শিশু-কিশোররা নিরাপদে থাকে আজকের দিনে এটিই আমার প্রত্যয়।

বাকৃবি শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, বাকৃবি ছাত্রলীগ, অফিসার পরিষদ, কর্মচরী পরিষদসহ শিক্ষক, শিক্ষার্থী ,কর্মচারী, আমন্ত্রিত অতিথিগণ সভায় যোগ দেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop