১২:০৭ অপরাহ্ন

রবিবার, ৫ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • CTC GLOBAL এবং M.A.S Bangladesh বাজারে আনলো নতুন প্রোডাক্ট XCELSIO
ads
প্রকাশ : অক্টোবর ১২, ২০২২ ১১:২২ পূর্বাহ্ন
CTC GLOBAL এবং M.A.S Bangladesh বাজারে আনলো নতুন প্রোডাক্ট XCELSIO
প্রাণিসম্পদ

 “A New Era of Bacterial Control & Gut Balancing” শীর্ষক সেমিনার

CTC GLOBAL এবং M.A.S Bangladesh এর যৌথ আয়োজনে  রাজধানীতে অনুষ্ঠিত হলো “A New Era of Bacterial Control & Gut Balancing” শীর্ষক সেমিনার । মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হোটেল লো মেরিডিয়ানে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মাধ্যমে CTC GLOBAL  এর যুগোপযোগী ও দারুণ একটি প্রোডাক্ট এক্সেলসিও (XCELSIO) এর পরিচিতি তুলে ধরা হয় ।

M.A.S Bangladesh এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা অণুজীব বিজ্ঞানী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান, CTC GLOBAL  এর সিনিয়র কনসালটেন্ট ড. ম্যাক্স ওহ (DR. Max Oh), সেলস ডিরেক্টর ডা. সেলেব লি (Dr. Celeb Lee), দেশের খ্যাতনামা নিউট্রিশনিস্টগণ ও প্রাণিসম্পদ সেক্টরের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান । তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বেই নিরাপদ খাদ্য নিয়ে আলোচিত হচ্ছে কিন্তু এই খাবারে যদি এন্টিবায়োটিক পাওয়া যায় তবে সেই খাদ্য মোটেও নিরাপদ নয়, ফলে কিভাবে যথাসম্ভব এন্টিবায়োটিকের উপস্থিতি কমানো যায় সেটাই মূখ্য বিষয় । তিনি আরোও বলেন, যতই দিন যাচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া মাল্টিড্রাগ রেসিসট্যান্স হচ্ছে, ফলে বর্তমানে এন্টিমাইক্রোবিয়াল রেসিসট্যান্স () বিষয়টি খুব আলোচিত আর এই এএমআর (AMR) এর বিপক্ষে সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে ব্যাকটেরিওফেজ (Bacteriophage) । ড. বাহানুর তাঁর জ্ঞানগর্ভ আলোচনা ও প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাকটেরিওফেজের কার্যপ্রনালী বিস্তারিত ফুটিয়ে তোলেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে ব্যাকটেরিওফেজের আইসোলেশন ও পিউরিফিকেশন এর বিষয়টি তুলে ধরেন ।

এরপর বক্তব্য রাখেন CTC GLOBAL  এর সিনিয়র কনসালটেন্ট ড. ম্যাক্স ওহ (DR. Max Oh) । তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাকটেরিওফেজের ইতিহাস, মরফোলজি, প্রকারভেদ, গবেষণা, এন্টিব্যাকটেরিয়াল এক্টিভিটি, কার্যপ্রনালী দেখান; নিজেদের নতুন প্রোডাক্ট  এক্সেলসিও (XCELSIO) সম্পর্কে বিশদ আলোচনা করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এই পণ্যের ব্যবহার এবং এফিকেসি/কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন ।

CTC GLOBAL  এর সেলস ডিরেক্টর ডা. সেলেব লি (Dr. Celeb Lee) তাঁর বক্তব্য নতুন প্রোডাক্টটির পরিচিতি তুলে ধরেন । তাঁর মতে, “এক্সেলসিও (XCELSIO) একটি শীর্ষস্থানীয় ব্যাকটেরিওফেজ ফিড এডিটিভস যা টার্গেট ব্যাকটেরিয়া কে মাত্র ১০-২০ মিনিটের মাঝে মেরে ফেলে, এটি খুব দ্রুত এবং শক্তভাবে কাজ করে এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি মোড অফ অ্যাকশন শুধু অন্ত্রেই হয় না বরং বিভিন্ন ফার্ম সাইটেও হয় । এটি ব্যবহারে মুরগির এফসিআর (FCR) কমে, মাংস বাড়ে, ডিমের উৎপাদন বৃদ্ধি পায় এবং মৃত্যুহার কমে । এক্সেলসিও (XCELSIO) এর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে  এতে রয়েছে B. Subtilis যা প্রোবায়োটিক হিসেবে কাজ করে ফলে একই পণ্য ব্যাকটেরিফেজ ও প্রোবায়োটিক হিসেবে কাজ করে, সর্বোপরী এটি ১৮ প্রজাতির ব্যাকটেরিয়ার বিরূদ্ধে দারুণ কার্যকর ।” ডা. সেলেব লি (Dr. Celeb Lee) বিভিন্ন দেশে এই পণ্যের ব্যবহার এবং ফলাফল স্লাইডে প্রদর্শন করেন ।

CTC GLOBAL এর পণ্য এক্সেলসিও (XCELSIO)  বাংলাদেশ বাজারজাত করছে M.A.S Bangladesh ।

সবশেষে প্রশ্নোত্তর পর্ব এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop