আগামী ৭২ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
পাঁচমিশালি
রংপুর,ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল,চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা /ঝড়ো হাওয়াসহ প্রবল বিজলী চমকানো সহ বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিঃমি যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪০-৫০ কিঃমি বেগে বয়ে যাবে।
এছাড়া আগামী ৭২ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
নিকলিতে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ২, শ্রীমঙ্গল ২, ডিমলা ১, কক্সবাজারে ১ মিলিমিটার ও রংপুরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার খুলনা ও মংলাতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং নেত্রকোনা সর্বানিন্ম তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিট।