আফতাবের দিনাজপুর ডিপোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন
এগ্রিবিজনেস
দেশের অন্যতম নেতৃস্থানীয় এগ্রিবিজনেস প্রতিষ্ঠান আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড-এর দিনাজপুর ডিপোর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।গত ২৩ নভেম্বর, মঙ্গলবার দিনাজপুরে এর উদ্বোধন হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ রেজাউল ইসলাম, রিজিওনাল ইনচার্জ, স্যালস;এ কে এম মমতাজুল হক ,সিনিয়র ম্যানেজার, ডিস্ট্রিবিউশন;ডা: মুহা. জাহিদুজ্জামান সিদ্দিকী, জোনাল হেড, যমুনা জোন।এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিলারবৃন্দ এবং আফতাবের দিনাজপুর অঞ্চলের স্যালস ও টেকনিক্যাল অফিসারগণ।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড উন্নত মানের মেশিন এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন পুষ্টিবিদ দ্বারা পরিচালিত তাদের নিজস্ব ফিড মিলে উৎপাদিত উন্নতমানের ফিড দেশের খামারীদের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।