একুশে পদক ২০২২ এর জন্য মনোনীত ২৪ জনের ৫ জনই কৃষিবিদ
কৃষি বিভাগ
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উক্ত ২৪ জন ব্যক্তিত্বের মাঝে প্রথিতযশা কৃষিবিদ/ কৃষিবিজ্ঞানী রয়েছেন ৫ জন, এর মাঝে গবেষণায় অবদানের জন্য ৪ জন কৃষিবিদ এবং শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১ জন কৃষিবিদ । এ বছর যে সকল কৃষিবিদ একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন তাঁরা হলেন-
১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং খ্যাতনামা কৃষি অর্থনীতিবিদ ডঃ আব্দুস সাত্তার মন্ডল (গবেষণা)
২. দলগতভাবে গবেষণায় ধান গবেষোণা ইনস্টিটিউটের ৩ জন কৃষিবিদ – গবেষক ডঃ এনামুল হক, গবেষক ডঃ শাহানাজ সুলতানা, গবেষক ডঃ জান্নাতুল ফেরদৌস
৩. চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাশ
একজন কৃষিবিদ হিসেবে ব্যাপারটি আমাদের সকলের জন্যেই গর্বের ও আনন্দের ।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের একুশে পদক দেবেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।