এবার কোরবানিতে ৯৯ লাখ ৫১ হাজার পশু জবেহ হয়েছে
প্রাণিসম্পদ
এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তাদের তথ্যমতে, কোরবানির ঈদ ঘিরে দেশে এবার প্রস্তুত করা হয়েছিল এক কোটি ২১ লাখ পশু। অবিক্রিত থেকে গেছে ২১ লাখ ৫০ হাজার ২৩৭টি পশু। আর এবার কোরবানি দেওয়া পশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি।
গতবছরও কোরবানিযোগ্য ২৮ লাখ ২৩ হাজার ৫২৩টি পশু অবিক্রিত থেকে যায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এরমধ্যে কোরবানি হয় মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু।