কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
মৎস্য
কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির কথা বলে জসিম উদ্দিন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জসিম উদ্দিন কুমারখালী উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ জুন) ভোরে উপজেলায় এ ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযোগ রয়েছে ভোরে উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করতে যায় জসিম। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটকে মারপিট করে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. প্রেমাংশু বিশ্বাস বলেন, গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার ১৫ মিনিট পর জসিমের মৃত্যু হয়। অক্সিজেন দেওয়াসহ তার প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছিল। এ অবস্থায় তিনি মারা যান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মারধর এবং মাথায় বড় ধরনের আঘাতের কারণে জসিমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।