কুষ্টিয়ায় সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা!
কৃষি বিভাগ
কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিদ্দিক আলী মণ্ডল (৪৫) নামে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সিদ্দিক আলী মণ্ডল ওই এলাকার মৃত ফেরত আলী মণ্ডলের ছেলে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার পাহাড়পুর-লক্ষ্মীপুর প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডেইলী বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সিদ্দিক আলী মণ্ডলের সাথে প্রতিবেশী মৃত বিল্লাল হোসেনের ছেলে গফুর, সালাউদ্দিন, জলিল ও খলিলের বাগবিতণ্ডা হয়। দু্ই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন সিদ্দিক আলী।
স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।