কুড়িগ্রামে বসছে হাট, বিক্রি হচ্ছে ভারতীয় গরু!
প্রাণিসম্পদ
দেশব্যাপি করোনা প্রকোপ বাড়াতে চলছে কঠোর লকডাউন। আর এই লকডাউনেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা বসেছে পশুর হাট। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেওয়া হবে না এমন আশ্বাস দিলেও শনিবার (১০ জুলাই) সীমান্তবর্তী এই উপজেলায় পশুর হাটে বিপুল পরিমাণ ভারতীয় গরু বিক্রি হতে দেখা গেছে।
জানা যায়, হাটে প্রচুর পরিমাণ দেশি গরুর পাশাপাশি সীমান্ত পথে আনা ভারতীয় গরুও রয়েছে। দুপুর নাগাদ এসব ভারতীয় গরু হাটে কেনাবেচার পর তা দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য হাটের পাশেই একটি মিনি ট্রাক স্ট্যান্ডে জড়ো করা হয়।
হাটে ভারতীয় গরুর উপস্থিতির সত্যতা স্বীকার করে ভূরুঙ্গামারী হাট ইজারাদার আনোয়ারুল হক জানান, ‘বিজিবির কঠোর অবস্থানের কারণে এবার ভারতীয় গরু আমদানি একেবারেই কম। এরপরও চোরাই পথে কিছু গরু আসছে। বিজিবি সেগুলো ধরে নিলাম করছে। সেই নিলামের গরুগুলোই হাটে বিক্রি হচ্ছে। তবে সে সংখ্যা আগের তুলনায় অনেক কম।’
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ‘পশুর হাটে স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছি। মাস্ক পরাসহ বড় মাঠে হাট বসানোর জন্য বলা হয়েছে। আমি বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলবো।’
এগ্রিভিউ/এসএমএ