খাবারের সন্ধানে সীমান্ত পেরিয়ে এলো নীলগাই, ধাওয়ায় মৃত্যু
প্রাণ ও প্রকৃতি
ভারত সীমান্ত পেরিয়ে আবারো বাংলাদেশে ঢুকে পড়া একটি নীলগাইয়ের মৃত্যু হয়েছে। বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উৎসুক জনতার ধাওয়ার কারণে হার্ট এ্যাটাকে নীলগাইটির মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সন্ধানে সীমান্ত পেরিয়ে কামদেবপুর এলাকায় প্রবেশ করে নীলগাইটি। সীমান্তঘেঁষা এলাকার শালবাগান ও ধানক্ষেতে নীলগাইটির বিচরণ দেখে সাধারণ জনতা ধাওয়া করে।
বন বিভাগের কর্মকর্তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই নীলগাইকে ধাওয়া না করার জন্য অনুরোধ করেন। কিন্তু এরপরও বিষয়টিকে কর্ণপাত করেনি উৎসুক জনতা। ধাওয়া দিয়ে নীলগাইটিকে আটক করা হয়। এ সময় নীলগাইটি অসুস্থ হয়ে পড়লে বন বিভাগের কর্মকর্তারা চিকিৎসা দিতে চাইলেও তাদের তা করতে দেওয়া হয়নি। পরে বিজিবি সদস্যরা উদ্ধার করে এটিকে তাদের ক্যাম্পে নিয়ে যান।
দিনাজপুর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, সীমান্ত পেরিয়ে আসা নীলগাইটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আমরা চিকিৎসা দেওয়ার কথা জানালেও বিজিবি সদস্যরা এই নীলগাইটিকে ক্যাম্পে নিয়ে যান। অসুস্থ অবস্থায় নীলগাইটি মারা যায়। জনতার ধাওয়ার কারণে হার্ট-অ্যাটাকে নীলগাইটি মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।