গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরে বাঁধের ভাঙন
প্রাণ ও প্রকৃতি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাউথপাড়ায় তিস্তা নদীর ডান তীরে দেড়শ ফুট বাঁধ ভেঙে গেছে। যার কারণেহুমকির মুখে পড়েছে সাউথপাড়া আলিম মাদরাসা, পোস্ট অফিস, মাজার, ফসলী জমি, ঘর-বাড়ি ও শহর প্রতিরক্ষা বাঁধ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাউথপাড়া আলিম মাদরাসার সামনের বাঁধে ভাঙন তৈরি হয়।
জানা গেছে, স্থানীয়রা রাতেই গাছের গুড়ি, বাঁশ, কলার গাছ নদীতে ফেলে পানির গতি কমিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালায়। বাঁধ নির্মাণে ঠিকাদার নিম্নমানের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অধ্যক্ষ রোকুনুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ড ১শ ২৬ কোটি টাকা ব্যয়ে বাঁধ রক্ষার যে কাজ করেছে তা অত্যন্ত নিম্নমানের। এছাড়া কাজটি শুষ্ক মৌসুমে না করার ফলে সামান্য পানির চাপে বাঁধের দেড়শ ফুট এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং ভাঙন অব্যাহত থাকলে সাউথপাড়া আলিম মাদরাসা, পোস্ট অফিস, মাজার, ফসলী জমি, ঘর-বাড়ির ব্যাপক ক্ষতির আশংকা করছেন তারা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শহিদুর রহমান জানান, নদীতে হঠাৎ পানি বিপদসীমার কাছাকাছি চলে আসলে আলমবিদিতর ইউনিয়নের সাউথপাড়ায় তিস্তা নদীর ডান তীরে দেড়শ ফুট বাঁধ ভাঙন সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বাঁধের ভাঙন রোধে জরুরী ভিত্তিতে এক হাজার জিও ব্যাগ নদীতে ফেলছেন তারা। এছাড়া ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।