গলাচিপায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন
মৎস্য
পটুয়াখালীর গলাচিপায় এক মৎস্য ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় তিন লাখ টাকার মাছ মারা গিয়েছে বলে অভিযোগ মাছ চাষি মো. ফোকান হোসেন সর্দারের।
মঙ্গলবার রাতে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্র জানা যায়, উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের মো. ফোকান হোসেন সর্দার ১ একর ২০ শতাংশ ভূমি ঘের করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। বুধবার সকালে ঘেরে মরা মাছ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়।
ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি মো.ফোকান হোসেন সর্দার জানান, তিনি ঘেরে রুই, কাতল, মৃগেল, গলদা চিংড়িসহ বিভিন্ন জাতের ২০ হাজার মাছ চাষ করছিলেন। দুর্বৃত্তরা বিষ দিয়ে তার চাষ করা মাছ মেরে ফেলেছে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।