ঘোড়াঘাটে ৯৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গবাদি পশু বিতরণ
প্রাণিসম্পদ
আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্প”এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৭টি পরিবারের মাঝে উন্নত জাতের ক্রসব্রিট বকনা,দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এগুলো বিতরণ করেন।
তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা চিন্তা করে, যাতে তারা সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারীতে সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা, দিনাজপুর জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম, থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন। ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চায়লনে স্বাগতম বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রুমানা আকতার রোমি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপ-সহকারী কর্মকর্তা আবদুল মতিন মিয়া, উপজেলা প্রানি সম্পদ দপ্তরের কর্মকর্তা -কর্মচারীসহ ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।