চট্টগ্রামের ফিশারিঘাটে বেড়েছে রুপালি ইলিশ সমারোহ
মৎস্য
ভরা মৌসুম না হলেও চট্টগ্রামের ফিশারিঘাটে দেখা মিলছে দেড় থেকে দুই কেজি ওজনের বড় রুপালি ইলিশ। দামও নাগালের মধ্যে।
বঙ্গোপসাগরের নোয়াখালী ও কক্সবাজার এলাকায় হঠাৎ জেলেদের জালে ধরা পড়ছে এ মাছ।
রুপালি ইলিশ। রুপার মতোই দেখতে যেমন আকর্ষণীয় ওজনেও তেমন ভারী। এক-একটি ইলিশ দেড় থেকে দুই কেজির মতো। মৌসুম ছাড়াই এত বড় ইলিশ বাজারে পাওয়ার কথা না। তাইতো চট্টগ্রামের এ ফিশারিঘাটের প্রতি ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বেড়েছে!
তবে ছোটো আকৃতির কিছু ইলিশ বাজারে দেখা গেলেও তাতে ক্রেতা-বিক্রোতাদের আগ্রহ কম। প্রকারভেদে এগুলো কেজিতে বিক্রি হচ্ছে দুই থেকে তিনশ’ টাকায়।
ছুটির দিনে বন্দরনগরী চট্টগ্রামে এমনিতেই বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় একটু বেশি। তাই তো চাহিদার কথা মাথায় রেখে ব্যাপারিরা এ বাজারে তুলেছেন নানা আকৃতির চিংড়িও। যদিও জেলিমুক্ত চিংড়ির প্রতি আগ্রহ ক্রেতাদের।
বঙ্গোপসাগর থেকে ট্রলার ভর্তি সামুদ্রিক মাছ আর খুলনা, সাতক্ষীরা ও টেকনাফসহ নানা এলাকা থেকে ট্রাকে ট্রাকে মাছ আসে এ বাজারে।