ট্রেনের ধাক্কায় আহত হরিণ জবাই করে নিয়ে যাওয়ার অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধে
প্রাণিসম্পদ
ট্রেনের ধাক্কায় একটি হরিণ আহত হয়। পরে হরিণ জবাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে রেল কর্মীদের বিরুদ্ধে।
জানা যায়,২২ ফেব্রুয়ারি লাউয়াছড়া উদ্যানে কালিনী এক্সপ্রেসের ধাক্কায় আহত হয় একটি মায়া হরিণ। এরপর প্রাণীটিকে জবাই করে লোকো মেকানিক সোহেলসহ দুইজন রেলকর্মী। তাদের একজন আবার ওই ট্রেনের সহকারী চালক।
এরপর অভিযান চালিয়ে জবাইকৃত মায়া হরিণটিকে উদ্ধার করে বনবিভাগ।
তবে এ ঘটনায় মামলা করতে গেলে তা নেয়নি রেলপুলিশ।
তারা সংরক্ষিত জাতীয় উদ্যানে হরিণ নিধনে ট্রেন চালক ও তার কিছু কর্মচারী জড়িত থাকার জোরালো প্রমাণ তুলে ধরেন।
এ ঘটনায় বৃহস্পতিবার মৌলভীবাজার বন বিভাগ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
বন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, হরিণের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে যা ট্রেনের ধাক্কায় আঘাতের ইঙ্গিত দেয়, তবে এটি হরিণের মৃত্যুর কারণ নয় জবাই করার কারণে হরিণের মৃত্যু হয়।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন, ঘটনার সতত্যা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।