ডিমলায় বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কৃষি বিভাগ
ডিমলায় বিনামূল্যে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ প্রকল্পের গঠিত কৃষক গ্রুপের ৬৪ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১মার্চ) সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, অতিরিক্ত উপ-পরিচালক খামার বাড়ি কৃষিবিদ মাজেদুল ইসলাম,উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ মোঃ রেজাউল হাসান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ আরো অনেকে।