ঢাকায় এখনও ২০৯ প্রজাতির বন্যপ্রাণী টিকে আছে
প্রাণ ও প্রকৃতি
সম্প্রতি ইতালির বায়োডাইভার্সিটি জার্নালে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা থেকে জানা গেছে, ঢাকায় এখনও ২০৯ প্রজাতির বন্যপ্রাণী টিকে আছে। তবে এদের মধ্যে অনেক প্রাণীই বিপন্ন প্রায়।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফিরোজ জামানের নেতৃত্বে ২০১৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী রিসার্চ ল্যাবরেটরির অধীনে এই গবেষণার কাজ শুরু করা হয়। যা চলবে ২০৩০ সাল পর্যন্ত।
গবেষণা অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত তিন বছরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় উদ্ভিদ উদ্যান, রমনা, উত্তরা, খিলক্ষেত, দিয়াবাড়ী, রামপুরার আফতাবনগর, বুড়িগঙ্গা ও তুরাগ নদীসহ মোট ২২টি এলাকা এবং এর আশপাশের বনভূমি ও জলাশয়ে জরিপ পরিচালনা করে মোট ২০৯ জাতের বন্যপ্রাণীকে শনাক্ত করা হয়েছে।
এসব বন্যপ্রাণীর মধ্যে বসন্ত বাউরি, ফিঙে ও ছোট ভীমরাজ পাখিসহ মোট ১৬২ প্রজাতির পাখি রয়েছে।
বনবিড়াল, বানর, শিয়াল, শুশুকসহ ১৬ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাওয়া গেছে।
এছাড়া, ঝিঁঝিঁ ব্যাঙ, কটকটি ব্যাঙ, সবুজ, গেছো ব্যাঙ, ঘড়িয়ালসহ মোট ১২ প্রজাতির উভচর প্রাণী আছে।