দিনাজপুরের বিস্তীর্ণ মাঠে সরিষার চাষ
কৃষি বিভাগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন৷ এবারে আবহাওয়া অনুকূলে থাকায় আর ক্ষেতে রোগ-বালাই কম হওয়ায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা।
দিনাজপুরের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশী সরিষার চাষ হয় হাকিমপুর উপজেলায়। এ বছর সেখানে ৮৩০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে চাষ হয়েছে ১ হাজার ৪৪০ হেক্টর জমিতে।
চাষীরা জানালেন, সরিষা চাষে খরচ কম ও লাভ বেশী হয়। তাই এতে কৃষকের আগ্রহ বাড়ছে। এদিকে, সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোমতাজ সুলতানা। ঋণ সহায়তা পেলে সরিষার আবাদ আরো বাড়বে বলে জানিয়েছেন চাষীরা।