দুর্যোগ ব্যবস্থাপনায় সিমেন্ট শীট হস্তান্তর করলো ‘আনোয়ার সিমেন্ট শীট’
প্রাণিসম্পদ
বাংলাদেশের অন্যতম শিল্প গ্রুপ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম ব্র্যান্ড আনোয়ার শীট প্রতিষ্ঠার শুরু থেকেই আরামদায়ক ও মজবুত গৃহ নির্মাণের পাশাপাশি অসহায় ও দুর্যোগ কবলিত মানুষের পুনর্বাসনে কাজ করছে।
এই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর তেজগাঁওস্থ কেন্দ্রীয় ত্রাণ গুদাম এ অনুষ্ঠিত হলো দুর্যোগ ব্যবস্থাপনায় আনোয়ার সিমেন্ট শীট কর্তৃক সিমেন্ট শীট হস্তান্তর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাঃ মো. এনামুর রহমান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ।
আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পক্ষ্য থেকে আনোয়ার সিমেন্ট শীট হস্তান্তর করেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার এ. কে. এম. জাবেদ সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুল হাসান এনডিসি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আতিকুর রহমান সহ আরও অনেকে।