দেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি
কৃষি বিভাগ
রোববার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।মেহেরপুর,চুয়াডাঙ্গা, খুলনা ও সাতক্ষীরায় বোরো ধানের পাশাপাশি অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়।
শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়ার প্রভাবে আম ও লিচু গাছের মুকুল ঝরে পড়েছে। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।
শিলাবৃষ্টির কারণে মেহেরপুর জেলার চাঁদবিল, আমঝুপি, রাজনগর, বারাদি ও দরবেশপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে তামাক, গম, ধান, পেঁয়াজ, সরিষা মিষ্টিকুমড়া,ভুট্টা ও আলুর ক্ষেত। ক্ষতি হয়েছে আম ও লিচুর মুকুলের।
কৃষকরা জানালেন, টানা ২০ মিনিট ধরে হয়েছে শিলাবৃষ্টি। এর আগে কখনও দেখেননি তারা। ফসলের ক্ষতি হওয়ায় লোকসানের আশঙ্কায় তারা।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হবে।
চুয়াডাঙ্গায়ও বৃষ্টি ও শিলা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, ধান ও পানসহ বিভিন্ন উঠতি ফসল।
এদিকে, খুলনায় ঝড় ও শিলাবৃষ্টিতে জেলা সদর ও আশপাশের এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। পাইকগাছা উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও অন্যান্য মৌসুমী ফসল নষ্ট হয়েছে।