নতুন ঠিকানায় প্লানেট গ্রুপ
এগ্রিবিজনেস
নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে দেশের পোল্ট্রি, ফিস ও ক্যাটল তথা কৃষি সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্লানেট গ্রুপ । ঢাকার বনানীতে অত্যন্ত মনোরম পরিবেশে নতুন অফিসটিতে স্থানান্তরিত হয়েছে প্রতিষ্ঠানটি । আগামী ১ লা আগস্ট, রবিবার নতুন এই কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে । তাই পোল্ট্রি, ফিস ও ক্যাটল সেক্টরের পরিবেশক, খামারী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের নতুন ঠিকানায় যোগাযোগের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে প্লানেট গ্রুপ কর্তৃপক্ষ ।
প্লানেট গ্রুপ তাদের সহযোগী প্লানেট এগ্রো লিঃ, প্লানেট ফিডস লিঃ, প্লানেট ফার্মা লিঃ ও প্লানেট হ্যাচারী লিঃ এর মাধ্যমে দেশের আপামর জনগণের জন্য নিরাপদ প্রাণিজ পুষ্টির চাহিদা মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং পোল্ট্রি, ফিস ও ক্যাটল তথা কৃষি সেক্টরে ইতিমধ্যে ব্যাপক আস্থা অর্জনে সমর্থ হয়েছে। দেশের খামারিদের মাঝে মানসম্মত ফিড, গুনগতমানসম্মত একদিন বয়সী মুরগির বাচ্চা, উন্নতমানের এনিমেল হেলথ পণ্য সরবরাহের মাধ্যমে ইতোমধ্যেই একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিনত হয়েছে প্লানেট গ্রুপ । এছাড়া বেকারত্ব নিরসনে প্রচুর কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে তাদের প্রতিষ্ঠানগুলোতে । নতুন ঠিকানায় কর্মকান্ড আরোও গতিশীল ও সাফল্যমন্ডিত হবে এমনটাই প্রত্যাশা ।