পটুয়াখালীর মহিপুরে এক হাজার কেজি জাটকা জব্দ
মৎস্য
পটুয়াখালীর মহিপুরে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মহিপুর থানার আলিপুর ব্রিজ এলাকায় ডলফিন পরিবহনের একটি বাস তল্লাশি করে বিপুল পরিমাণ এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলিপুর ব্রিজ এলাকায় ডলফিন পরিবহন তল্লাশি করে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।