পদ্মা ও বিলের মাছে একাকার রাজশাহীর মাছ বাজার
মৎস্য
ভোর হলেই হাঁকডাকে সরগরম হয়ে ওঠে রাজশাহীর পবা উপজেলার বায়াতে বসা নতুন মাছ বাজারের আড়তগুলো। নদীর পুঁটি, কই, শিং, বোয়াল, আর চাষ করা পুকুরের রুই, কাতল, মৃগেরসহ নানা প্রজাতির মাছের সরবরাহে জমে উঠে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের নামে হাঁক-ডাক।
আধুনিক সুবিধা ও নিরাপত্তা থাকায় পুকুর, নদী ও খাল-বিলের মাছ কিনতে ভিড় করছেন ক্রেতা-বিক্রেতারা। এসব আসে মাছ পদ্মা নদী, বিল ও উপজেলাগুলোর পুকুর থেকে। তাতে বাজারে বেড়েছে মাছের সরবরাহ।
মাছের বেচাকেনা করতে সকাল থেকে শতাধিক জেলে আসেন এ বাজারে। তবে মাছের সরবরাহ বেশি থাকায় কমেছে দাম। উৎপাদন খরচের তুলনায় দাম না পেয়ে হতাশ মাছ চাষিরা।
আর স্থানীয়ভাবে চাহিদা কম ও বাইরের পাইকার না থাকায় মাছের দাম কমেছে বলে জানান আড়তদাররা।
মাছের নতুন এ বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দিয়ে জেলার বাইরের পাইকারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন বলে জানালেন ইজারাদার রুহুল কুদ্দুস। জেলায় ৫১ হাজার পুকুরে চাষ করে বছরে মাছ উৎপাদন হয় ৮০ হাজার টন। স্থানীয় মাছের চাহিদা ৫৩ হাজার টন বলে জানা যায়।