পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ল ১৯ কেজির কাতল
মৎস্য
পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়ল ১৯ কেজি ওজনের কাতল। এটি ধরা পড়ে বিপ্লব হালদার নামে এক জেলের জালে। পরে ওই মাছটি কিনে নিয়ে সাড়ে ২৮ হাজার টাকায় বিক্রি করেন অপর এক মাছ ব্যবসায়ী।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন নদীর মোহনায় ওই মাছটি ধরা পড়ে।
এরপর বিপ্লব হালদার ওই মাছটি দৌলতদিয়া ঘাটের মো. কেসমত মোল্লার আড়তে নিলে কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা করে ২৬ হাজার ৬০০ টাকা ডাক উঠান মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মাছটি কিনে পরবর্তীতে ঢাকায় এনে এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২৮ হাজার টাকায় বিক্রি করা হয় বলে গণমাধ্যমকে জানান ওই মাছ ব্যবসায়ী চান্দু।