পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়, ৩২ হাজার টাকায় বিক্রি
মৎস্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার সকালে পদ্মা যমুনার মোহনায় দৌলতদিয়া প্রান্তে জেলে জাদু হালদারের জালে মাছটি ধরা পরে। পরে মাছটি বিক্রির উদ্দেশ্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয় ব্যাবসায়ী সম্রাট শাহজাহান তা কিনে নেয়।
জানা গেছে, জেলে জাদু হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আসে। সে সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাঘাইড় মাছের অনেক চাহিদা। মাছটি কিনে আমি লাভে বিক্রি করেছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, জানান, পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এ জাতীয় মাছ বিক্রিতে তেমন ঝামেলা নেই। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।