পদ্মায় ধরা পড়ল বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ
মৎস্য
সাড়ে ৪ কেজি ওজনের বিলুপ্তপ্রায় একটি ঢাঁই মাছ পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে। মাছটি এক শৌখিন ক্রেতা ১৪ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় জেলে বাদশা হালদার দৌলতদিয়া ঘাট এলাকায় জাল ফেলেন। এরপর তিনি ভাটিতে যেতে যেতে ফরিদপুরের চরভদ্রাসন এলাকায় চলে যান। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার জালে সাড়ে ৪ কেজি ওজনের ঢাঁই মাছটি ধরা পড়ে।
সকাল ৭টার দিকে তিনি মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে শাকিল সোহান মৎস্য আড়তে আনেন। আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩ হাজার টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, ঢাঁই মাছ সহজে পাওয়া যায় না। তাই জেলের কাছে মাছটি দেখেই সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেই।
পরবর্তীতে মোবাইলে বিভিন্ন পরিচিত ক্রেতার সঙ্গে যোগাযোগ করলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক ঠিকাদার মাছটি কিনতে আগ্রহী হন। মাছটি তিনি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না। এ জাতীয় মাছ সর্বোচ্চ ৭ থেকে ১০ কেজি পর্যন্ত হতে পারে। অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর দামও বেশ চড়া।