পদ্মায় ধরা পড়ল ১৫ কেজি ওজনের ব্রিগেড
মৎস্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ধরা পড়েছে। মাছটির দাম হয়েছে ১১ হাজার ৫শ টাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলে সোনাই হালদারের জালে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
জেলে সোনাই হালদার জানান, পদ্মা নদীর দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের অদূরে ব্রিগেড মাছটি জালে ধরা পড়ে। তখনই দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত ৫নং ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখের কাছে ৭শ টাকা কেজি দরে ১৫ কেজি ওজনের মাছটি ১০ হাজার ৫শ টাকায় বিক্রি করে দেই।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ জানান, বড় সাইজের ব্রিগেড মাছটি ১০ হাজার ৫শ টাকা দিয়ে সোনাই হালদারের কাছ থেকে কিনে নিয়েছি। এখন মাছটি প্রতি কেজিতে আমি ৫০ টাকা লাভ করে বিক্রি করে দেব।