পেঁয়াজের ঘাটতি হলে আমদানি করা হবে- কৃষিমন্ত্রী
কৃষি বিভাগ
দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর শেষে নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, পেঁয়াজের ঘাটতি হলে আগামী বছর সেপ্টেম্বরে নেদারল্যান্ড থেকে আমদানি করা হবে।
এ ছাড়া পেঁয়াজের উন্নত জাত উৎপাদন, পেঁয়াজ সংরক্ষণে প্রযুক্তিগত সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছে নেদারল্যান্ড।
বর্তমানে সরকার কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তবে তেলের মূল্যবৃদ্ধি, সারের চাহিদা এবং করোনা-পরবর্তী অর্থনৈতিক উত্থানের কথা মাথায় রেখে, কৃষি ভর্তুকি ৯ হাজার কোটি টাকা থেকে ২০ হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
কৃষির ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে মন্ত্রী বলেন, কৃষির উন্নয়নে বিদেশি অর্থ সহায়তার প্রয়োজন নেই। দরকার কারিগরি সহায়তা।