ফরিদপুরে বারি ছোলা-১০’র ওপর মাঠদিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): ফরিদপুরে বারি ছোলা-১০’র ওপর কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ফরিদপুরের কানাইপুরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার।
তিনি বলেন, বারি ছোলা-১০ চাষাবাদের মাধ্যমে এ অঞ্চলের হারিয়ে যাওয়া ছোলার আবাদ ফিরিয়ে আসবে। পাশাপাশি পুষ্টির চাহিদা মেটবে। এর উৎপাদন বেশি। তাই চাষিরাও লাভবান হবেন ।
আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মনোজিৎ কুমার মল্লিক। বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, পাবনার ডাল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক মো. কামাল উদ্দিন প্রমুখ।
মাঠদিবসে বাংলাদেশের তৈলবীজ ও ডালফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন ৬০ জন ডালচাষি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বারি ছোলা-১০ রোগপোকাসহনশীল। এর উৎপাদন খরচ কম। জমির উর্বরশক্তিও বাড়ে।