ফিড, চিকস, এবং ফিশারিজ কোম্পানিতে ৪ পদে ৩৬ জনবল নিয়োগ
চাকুরির খবর
ফিড বিক্রয় ও বাজারজাতকরণ করার জন্য একটি সুনামধন্য ফিড, চিকস, এবং ফিশারিজ কোম্পানিতে ৪টি পদে ৩৬ জন জনবল নিয়োগ চলছে। যদি আপনার কন্ট্রাক ফার্মিং সম্পর্কে ধারণা এবং ফিড ডিলার ডিস্ট্রিবিউশন ব্যবসা পরিচালনায় অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারেন।
১. চীফ অপারেটিং অফিসার- পদ সংখ্যা: ০১ জন
যোগ্যতা: মাস্টার্স/সমমান পাস
বয়স: সবোর্চ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: অভিজ্ঞতা নূণ্যতম ১৮ বছর , তম্মধ্যে নূণ্যতম ১২ বছর পোল্ট্রি ,ফিশ , ক্যাটেল ফিড বিক্রয় এ অভিজ্ঞতা থাকতে হবে।
২. এজিএম (পোল্ট্রি )
পদ সংখ্যা: ০২ জন
যোগ্যতা: মাস্টার্স /সমমান পাস
বয়স: সবোর্চ্চ ৪০ বছর
অভিজ্ঞতা: নূণ্যতম ১২ বছর পোল্ট্রি ফিড, চিকস সেলস এর অভিজ্ঞতা থাকতে হবে। ৩. এজিএম (ফিশ )
পদ সংখ্যা: ০১ জন
যোগ্যতা: ফিশারিজে মাস্টার্স পাস
বয়স: নূণ্যতম ৪০ বছর
অভিজ্ঞতা: নূণ্যতম ১২ বছর ফিশ ফিড বিক্রয় এ অভিজ্ঞতা থাকতে হবে।
৩. রিজিওনাল ইনচার্জ
পদ সংখ্যা: ১২ জন
যোগ্যতা: অনার্স/স্নাতক /সমমান
বয়স: সবোর্চ্চ ৩৫ বছর। অভিজ্ঞতা: নূণ্যতম ৬ বছর পোল্ট্রি/ফিশ / ক্যাটেল ফিড বিক্রয় এ অভিজ্ঞতা থাকতে হবে।
৪. মার্কেট ডেভেলোপমেন্ট অফিসার
পদ সংখ্যা: ২০ জন
যোগ্যতা: স্নাতক/সমমান পাস বয়স: সবোর্চ্চ ৩০ বছর। অভিজ্ঞতা: নূণ্যতম ১ বছর পোল্ট্রি/ ফিশ/ক্যাটেল ফিড বিক্রয় এ অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সকল পদের জন্য আলোচনা সাপেক্ষে।
সিভি পাঠানোর ঠিকানা: [email protected]