২:৫৭ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • বগুড়ায় অনলাইনে পশুর হাটে ব্যাপক সাড়া পড়েছে
ads
প্রকাশ : জুলাই ৭, ২০২১ ৯:০২ অপরাহ্ন
বগুড়ায় অনলাইনে পশুর হাটে ব্যাপক সাড়া পড়েছে
Uncategorized

করোনা মহামারিতে বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আগামী পবিত্র ঈদুল আযাহা কে সামনে রেখে তিনটি অনলাইন প্লাটফর্মে কোরবানির পশু বিক্রয়ের জন্য খামারি ও ক্রেতাদের সুযোগ প্রদান করেছেন।প্রানিসম্পদ দপ্তরের তথ্যে থাকা খামারিদের কোরবানি যোগ্য পশু যেমন গরু, ছাগল ইত্যাদি অনলাইনের পেজের মাধ্যমে।অনলাইনে  ঠিকানা, মোবাইল নম্বর ও বিক্রয়যোগ্য পশুর বিবরন সহ পেজে সরবরাহ করা হচ্ছে, এতে ক্রেতাগন তাদের চাহিদা অনুযায়ী নিকটস্হ খামারির সাথে যোগাযোগ করে দাম কষাকাসি করে পছন্দের গরু ক্রয় করছেন।এতে করোনার মহামারিতে স্বাস্হ্যঝুকি নিয়ে খামারি ও ক্রেতাদের বাজারে যেতে হচ্ছে না।এই তিনটি অনলাইন প্লাটফর্মে নিয়োজিত আছেন জেলা প্রানিসম্পদের কর্মকর্তাগন,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা,ইন্টার্নরত ডাক্তার,লাইভস্টক সার্ভিস প্রোভাইডারের সদস্য গণ।নামুজা ইউনিয়নের এক খামারি মোঃ সাইফুল ইসলাম জানান তার খামারে ৫ টি বড় ষাঁড় গরু ছিলো,উপজেলার অনলাইন পশুর হাটের মাধ্যমে বাজারে না গিয়ে খামার হতেই ইতোমধ্যে তার প্রতাশিত দামে ৩ টি বিক্রয় করেছেন,এতে তিনি খুব খশি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এক ক্রেতা আঃহান্নান জানান তিনি অনলাইন প্লাটফরমের কারনে জানতে পারেন তার পার্শ্ববর্তী গ্রামে কোরবানির বিক্রয়যোগ্য গরু আছে,তিনি খামারির সাথে মোবাইলে যোগাযোগ করে, খামারে গিয়ে দাম কষাকষি করে তার পছন্দের গরুটি কিনতে পেড়েছেন,এতে তিনিও খুব খুশি।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ জানান-“করোনা মহামারিতে আমাদের এই অনলাইন পশুর হাট কার্যক্রমে, সদর উপজেলায় থাকা কোরবানিযোগ্য পশু ক্রয়-বিক্রয়ের জন্য যেহেতু হাটবাজারে খামারি ও ক্রেতাদের যাওয়া সম্ভব না,সেহেতু আমাদের এই অনলাইন পশুর হাটের মাধ্যমে খামারিরা পশু ক্রয় -বিক্রয় করতে পারছেন,পাশাপাশি খামারি যেমন ন্যায্য মুল্য পাচ্ছেন, ক্রেতাদের তেমন কোন দালালের খপ্পরে পড়তে হচ্ছে না,তারা খামারে গিয়ে তাদের পছন্দের খুশিমত গরু কিনছেন।এতে করে খামারি ও ক্রেতা দুইজনই উপকৃত হচ্ছেন।”

তিনি আরও বলেন-“করোনা মহামারি তে স্বাস্থ্যঝুকি মাথায় রেখে এমন কার্যক্রম সামনেও অব্যহত থাকবে,খামরি ও ক্রেতাদের উদ্দেশ্য বলেন আপনারা এই অনলাইনে পেজগুলোতে সক্রিয় থেকে আপনাদের পশু ক্রয় বিক্রয় করবেন।”

ফেসবুক পেজগুলা হলো

১.পশুর হাট,বগুড়া সদর,বগুড়া
২.বগুড়া পশুর হাট
৩.বগুড়া সদর পশুর হাট,বগুড়া সদর

ফেসবুক পেজের লিঙ্ক-https://www.facebook.com/groups/233328221947959/?ref=share

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop