বঙ্গবন্ধু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগকে সর্বোৎকৃষ্ট বিনিয়োগ হিসেবে চিহ্নিত করেছেন- প্রফেসর ড. মোঃ আবু তাহের
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ গুণগত মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানুষ মানবতাবাদী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল হয়ে ওঠে। কাজে-কর্মে চিন্তা চেতনায় দৃষ্টিভঙ্গিতে এর প্রতিফলন ঘটে। শিক্ষাকে সার্বজনীন বিষয় হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। অনুষ্ঠানটি ১৫ জানুয়ারি ২০২৪ (সোমবার) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি আরোও বলেন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচন করে দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতান্ত্রিক মূল্যবোধ, জাতিসত্তার বিকাশ, শিল্প-বিপ্লবসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা, বিচক্ষণতা, নির্ভরতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অগ্রগতির বাংলাদেশ তৈরি করবে বলে বিশ্বাস করি।
ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে বাংলাদেশে স্মার্ট এবং বহুতল কৃষি ভাবনাকে সামনে আনতে হবে। স্মার্ট কৃষির সাথে স্মার্ট গ্রাজুয়েট এবং স্মার্ট কৃষক তৈরির কাজ করতে হবে। শুধুমাত্র সনদধারী গ্রাজুয়েট নয় বরং দেশকে কিছু দেওয়ার মত যোগ্য গ্রাজুয়েট হিসেবে তৈরি হতে হবে। পৃথিবীতে বাংলাদেশ আয়তনে ৯৬তম কিন্তু কৃষিপণ্য উৎপাদনে ১৪তম। বাংলাদেশের জিডিপিতেও কৃষির অবদান ১৬ শতাংশের উপরে। যার কৃতিত্ব বাকৃবি গ্রাজুয়েটদের।
সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. আফরিনা মোস্তারি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. ছাজেদা আখতার, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ ও প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি শাখার সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মেহেদী হাসান, ছাত্র ইউনিয়ন, বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সভাপতি রিফা সাজিদা, সাধারণ সম্পাদক নিবিড় কান্ত রায়, এবং নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ রোমান মিয়া এবং সুমাইয়া তাবাসসুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।