বন্য হাতির আক্রমণ, প্রাণ গেলো স্কুলছাত্রীর
পাঁচমিশালি
কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে সিফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিফা আক্তার ওই এলাকার মৃত নুর আহমেদের মেয়ে। সে উত্তর শিলখালি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের চাচাত ভাই আব্দুল্লাহ আল নোমান জানান, বুধবার রাত দেড়টার দিকে সিফাদের ঘরে একটি বন্য হাতি আক্রমণ করে। এসময় তাদের ঝুপড়ি ঘর মাড়িয়ে যায় হাতিটি। এসময় ঘরে থাকা সিফা আক্তার ঘটনাস্থলে মারা যায়। তার মাও গুরুতর আহত হন।
উপজেলার বাহারছড়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে স্কুলছাত্রী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।