বরগুনায় ৭টি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার
প্রাণ ও প্রকৃতি
বরগুনার পাথরঘাটার বিষখালী নদীসংলগ্ন চরলাঠিমারা এলাকা থেকে সাতটি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। গতকাল রোববার রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি হরিণের চামড়াসহ মাংস উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার ফাহিম শাহরিয়ার বলেন, একটি চক্র হরিণ শিকার করে হরিণঘাটা বন এলাকা থেকে পাথরঘাটায় প্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়। রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় ৭টি হরিণের চামড়া, ১০ কেজি হরিণের মাংস জব্দ করে কোস্টগার্ড। তবে এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক আজ সোমবার সকালে বলেন, কোস্টগার্ড হরিণের চামড়া ও মাংস পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করেছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।