বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পাঁচমিশালি
বরগুনার তালতলী উপজেলায় ক্ষেতে সেচ দিতে গিয়ে পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে আবদুর রহিম হাওলাদার নামে এই ব্যক্তি মারা যান।
রহিম ওই গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানান, রহিম সেচপাম্পের মটরে নিজের বাড়ি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন। এর প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাকে হাসপাতাল নেওয়া হয়নি।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু।