বরেণ্য কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা-এর মৃত্যুতে বাকৃবি ভিসির শোক
প্রিয়মুখ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি; বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি; কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি; সাবেক উপজেলা চেয়ারম্যান;বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর সাবেক মহাসচিব, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা – আজ ২২/১১/২০২১ ইং তারিখ রাত্রি ৩.০ ঘটিকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
ভাইস-চ্যান্সেলর এক শোক বার্তায় বলেন, মরহুম বদিউজ্জামান বাদশা গণ মানুষের নেতা হিসাবে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও অত্যন্ত মর্মাহত । ভাইস-চ্যান্সেলর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গ ও স্বজনদের জন্য এই অপূরণীয় ক্ষতি ও অপরিমেয় শোক সহ্য করার তৌফিক প্রার্থনা করছি।