৪:৪১ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • বশেমুরকৃবির আবাসিক হল খুলছে ১৫ অক্টোবর
ads
প্রকাশ : অক্টোবর ২, ২০২১ ১০:২৪ অপরাহ্ন
বশেমুরকৃবির আবাসিক হল খুলছে ১৫ অক্টোবর
ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ০২ অক্টোবর ২০২১ রোজ শনিবার সিন্ডিকেটের ১০১তম সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে নিন্মোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩৪তম সভায় অনুমোদিত সিদ্ধান্তসমূহ আজকের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা ও শিক্ষার্থীদের স্বশরীতে উপস্থিতি ও শিক্ষার্থীদের স্বশরীতে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিএইচডি) এর সকল শিক্ষার্থী; আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র ৪র্থ বর্ষ; এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫/১০/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ১৮/১০/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য ০৫/১১/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ০৭/১১/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯/১১/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ২১/১১/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ প্রদান করা হইবে। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টীকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের নিকট হইতে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের স্বশরীতে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় সম্মানিত সিন্ডিকেট সদস্যগণের মধ্যে জনাব মো. জাহিদ আহসান রাসেল, মাননীয় সংসদ সদস্য, ১৯৫ গাজীপুর-২, বেগম মেহের আফরোজ মাননীয় সংসদ সদস্য গাজীপুর-৫, আহসানুল ইসলাম (টিটু) মাননীয় সংসদ সদস্য, টাঙ্গাইল-৬, মোঃ মাহবুব হোসেন, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয় (অনলাইনে সংযুক্ত ছিলেন), প্রফেসর তোফায়েল আহমেদ, ট্রেজারার, বশেমুরকৃবি, প্রফেসর ড. লুৎফুল হাসান, ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড. মোঃ নাজিরুল ইসলাম, মহাপরিচালক, বিএআরআই, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, ইউজিসি প্রফেসর ও প্রাক্তন ভাইস-চ্যান্সেলর বশেমুরকৃবি, প্রফেসর ড. নার্গিস সুলতানা, ডীন, মাৎস্য বিজ্ঞান অনুষদ, বশেমুরকৃবি, প্রফেসর ড. এম. ময়নুল হক, কৃষিতত্ত্ব বিভাগ, বশেমুরকৃবি, প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বশেমুরকৃবি উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার সচিব হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop