বাকৃবিতে ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কৃষি গবেষনা
দীন মোহাম্মদ দীনু : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের আয়োজনে এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ‘জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা’ শীর্ষক সেমিনার কৃষি অনুষদীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আ.খ.ম গোলাম সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ সোলায়মান আলী ফকির এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান। এগ্রোমেটিওরোলজি বিভাগের লেকচারার উম্মে সুমাইয়া শাম্মীর সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রফেসর ড. প্রশান্ত নিয়োগ।
সেমিনারে কৃষি অনুষদের শিক্ষক এবং এগ্রোমেটিওরোলজি বিভাগের শিক্ষার্থীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।